শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই

হাটহাজারী মাদরাসার নির্দেশনা : যেভাবে নির্ধারণ করবেন ফিতরার মূল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাটহাজারি বাজারসহ চট্টগ্রামের বিভিন্ন বাজারের দর সামনে রেখে জামিয়া দারুল উলুম হাটহাজারি মাদরাসা ফিতরার মূল্য নির্ধারণ করেছেন। এ হিসেবে ফিতরা জনপ্রতি সর্বনিম্ন- ৫০/= টাকা এবং সর্বোচ্চ ৯৮২/= টাকা।

মাদরাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে এক প্রকাশিত ফতোয়ায় ফিতরার এ বছরের মূল্য বিবৃত হয়েছে।

তবে ফতোয়ায় বলা হয়েছে, উপরোক্ত বাজার দর চট্টগ্রাম শহরের বাজার দর যাচাই ও পর্যালোচনা করে নির্ধারণ করা হয়েছে। কোন এলাকায় উল্লিখিত বাজার দরে তারতম্য দেখা দিলে উপরের পরিমাণ অনুযায়ী বাজার দর সমন্বয় করে ফিতরার টাকা নির্ধারণ করতে হবে।

এবার সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা

স্থানীয় বাজার দর অনুযায়ী নিয়ম হলো,

আটার হিসেবে ফিতরার পরিমাণ জনপ্রতি ১ কেজি ৬৩৬ গ্রাম। প্রতি কেজি আটার বাজার দর ৩০ টাকা হারে টাকার অংকে ফিতরা’র পরিমাণ হয় ৪৯.০৮ টাকা। তবে বিতরণের সুবিধার্থে ৫০/= টাকা নির্ধারণ করা হয়েছে।

* খেজুরের হিসাবে ফিতরার পরিমাণ জনপ্রতি ৩ কেজি ২৭২ গ্রাম। প্রতি কেজি মধ্যম মানের খেজুরের বাজার দর ২২০/= টাকা হারে মোট ৭২০/= টাকা জনপ্রতি ফিতরা হিসাবে সদকা করতে হবে।

* কিসমিসের হিসাবে ফিতরার পরিমাণ জনপ্রতি ৩ কেজী ২৭২ গ্রাম। প্রতি কেজি মধ্যমানের কিসমিসের বাজার দর ৩০০/= টাকা হারে মোট ৯৮২ টাকা জনপ্রতি ফিতরা হিসাবে সদকা করতে হবে।

প্রকাশিত ফতোয়ায় সংক্ষেপে সদকাতুল ফিতরের বিধানও তুলে ধরা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ