শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

আইএফ একাডেমির ইসলামী ব্যাংকিংবিষয়ক সেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

আওয়ার ইসলাম: ইসলামী অর্থনীতি, ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ক একাডেমি ও কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘আই এফ একাডেমি এন্ড কনসালটেন্সি’ -এর পুনর্মিলনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বিজয় নগরস্থ সুং ফুড গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত পুনর্মিলনী ও ইফতার মাহফিলে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ’ এর সেক্রেটারি জেনারেল জনাব একিউএম ছফিউল্লাহ আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আরিফ বলেন, ‘ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটি সমস্যার  মধ্যে আছে। সে সমস্যা আর কিছু নয়, দক্ষ ম্যান পাওয়ারের ঘাটতি। আলহামদুলিল্লাহ, আই এফ একাডেমি এন্ড কনসালটিন্সির অধীনে পরিচালিত ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক কোর্সের মাধ্যমে সেই ঘাটতি কিছুটা পূরণ হবে। তাই একে আমরা পূর্ণ সমর্থন করি। একে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উক্ত কোর্স সমাপনকারীদেরকে আই এফ একাডেমী ও সেন্ট্রাল শরীয়াহ যৌথ উদ্যোগে সার্টিফিকেট ইস্যূ করেছে। শুধু এ কোর্স নয়, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক যেকোন ভাল উদ্যোগকে আমরা  প্রমোট করবো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব আতিকুর রহমান খাদিম। অনুষ্ঠানে ‘ফিকহুল মুআমালার গুরুত্ব’ বিষয়ে প্রেজেন্টশন উপস্থাপন করেন, মালেশিয়া প্রবাসী পি এইচ ডি গবেষক, মুফতী ইউসুফ সুলতান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ফরেইন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর জনাব মেজবাহ উদ্দীন। সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি বোর্ডের সেক্রেটারি জনাব ইসহাক হুসাইন। ইউনিয়ন ব্যাংকের শরীয়াহ মেম্বার ড. শামসুল হক সিদ্দীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। প্রিয় ডটকমের বিভাগীয় প্রধান, মাওলানা মিরাজ রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, আইএফ একাডেমি এন্ড কনসালটেন্সির প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ মুফতী আব্দুল্লাহ মাসুম। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, ‘ইসলামে যেমন ইবাদতের নিদের্শ রয়েছে, তেমনি মুআমালা-লেনদেন হালাল উপায়ে করার নির্দেশ রয়েছে। সূরা বাকারার ১৭২ নং আয়াতে স্পষ্টভাষায় হালাল গ্রহণের প্রতি জোর নির্দেশ দেয়া হয়েছে। তেমনিভাবে বিভিন্ন আয়াত ও হাদীসে হারাম বর্জনেরও নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু আমাদের সমাজে এ ব্যাপারটি চরম অবহেলার শিকার। হালাল উপার্জন, হারাম বর্জন  বিষয়ে গণসচেতনতা তৈরি ও ইসলামিক ব্যাংকিং বিষয়ে ট্রেইন আপ করাই আমাদের লক্ষ্য।”

ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে সারা দেশে ১১০টি বিশেষ মাদরাসা করবে সরকার

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ