নায়িকা নুসরাত ফারিয়ার বহুল আলোচিত-সমালোচিত গান আল্লাহ মেহেরবানের কথা পরিবর্তিত হয়ে আসছে ইয়ারা মেহেরবান বন্ধু মেহেরবান হয়ে। হিন্দি ইয়ারা শব্দের বাংলা অর্থ বন্ধু।
জাজের পরিচালক আব্দুল আজিজ বলেন, এটি ইউটিউবে মুক্তির আগে আমরা বেশ কয়েকবারই গানটি দেখেছি। তখন সবাই প্রশংসাই করেছেন।
কিন্তু এভাবে প্রতিক্রিয়া আসবে তা কখনোই মনে হয়নি। যাই হোক, গানটির কথা চেঞ্জ করে ফেলেছি। আবার নতুন করে লেখা হয়েছে এটি।
নুসরাত ফারিয়া ও জিৎ অভিনীত গান `বস ২` ছবির গান আল্লাহ মেহেরবান মুক্তির পর পরই বেশ সমালোচনার মুখে পড়ে। গানটিতে আল্লাহ’র পবিত্র নামকে ব্যবহার করে অশ্লীলভাবে দৃশ্যায়ন করা হয়।
আল্লাহ নামের অবমাননা করে দৃশায়ন ও চিত্রায়ন করে গানটি প্রকাশের মাধ্যমে মুসলিম অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ করে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বরাবর।
আইনি নোটিশের পর জাজ কর্তৃপক্ষ ইউটিউব থেকে গানটি সরিয়ে নেয়। জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন,দর্শকদের অনুভূতিকে সম্মান জানিয়েই গানটি সরানো হয়েছিল।
এসএস/