শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

লেখকদেরকে সমাজ ও মানবতার কল্যাণে সত্য লিখতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদ নিউইয়র্ক থেকেঃ রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা'র ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ৬ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়।বাংলাদেশী অধুষ্যিত জ্যাকসন হাইটস এর টক অফ দ্যা টাউনে সংগঠনের সভাপতি হাফেজ আবদুল্লাহ আল আরিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রশীদ আহমদ এর সঞ্চালনায় শুরুতে কালামে হাকীম থেকে তেলাওয়াত করেন ফাহমিদ আবদুল্লাহ।

ইফতার মাহফিল পুর্ব আলোচনায় প্রধান আলোচক বিশিষ্ট লেখক গবেষক আবু সামিহা সিরাজুল ইসলাম বলেন, লেখকদের সমাজ ও মানবতার কল্যাণে সত্য লিখতে হবে। তার পাশাপাশি সকল হানাহানি, বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে এবং নতুন প্রজন্মের মধ্যে হতে ভাল ভাল লেখক কমিউনিটিকে উপহার দিতে হবে।

মাহফিলে বিশেষ আলোচকের আলোচনা পেশ করেন `এখন সময়' পত্রিকার সম্পাদক কাজী সামছুল হক, সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ জয়নাল আবেদীন ও লেখক ড. মুহাম্মদ আবুল কাশেম।

স্বাগত কথা রাখেন রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা'র সহ সভাপতি লেখক নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

সম্মানিত মেহমান হিসেবে আলোচনা করেন টাইম টিভির সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, আন নূর কালচারাল সেন্টার এর প্রিন্সিপাল মুফতী মুহাম্মদ ইসমাইল নূরী, সাপ্তাহিক জন্মভূমি'র সম্পাদক রতন তালুকদার, গ্লোবাল সময় এর সম্পাদক রিমন ইসলাম, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ হাবীবুর রহমান হাবীব, আই টিভির কর্ণধার মুহাম্মদ শহীদুল্লাহ ও লেখিকা সৈয়দা মাহমুদা শিরিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকার সহ সভাপতি মুমিনুল ইসলাম মজুমদার, সাহিত্য সম্পাদক কবি নাসের উদ্দীন আহমদ, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস,বাংলা পত্রিকার সহকারী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, দেশ বাংলা'র নির্বাহী সম্পাদক মুহাম্মদ আলমগীর সরকার, টিবিএন টুয়েন্টিফোর টিভির মার্কেটিং ম্যানেজার এ এফ মিসবাহুজ্জামান, প্রথম আলো'র মার্কেটিং ম্যানেজার আনিসুর রহমান, মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন রেজাউল করিম, বাংলা-আমেরিকান চ্যানেল এর ডাইরেক্টর ওয়াসেক সিদ্দিকী, বাংলা পত্রিকার রিপোর্টার আলমগীর হোসেন, হিউম্যানিটি ক্লাবের সেক্রেটারী আলম চৌধুরী, রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফ হোসাইন, কোষাধ্যক্ষ সাঈদ হোসাইন, তরুণ সংগঠক ফয়জুল করীম সেলিম, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা নিউইয়র্ক এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসীন মাসরুর, ডাক্তার আবু হক, কমিউনিটি এক্টিভিটস আদিল আহমদ ও শাহ আলম প্রমুখ।

এছাড়াও নিউইয়র্কের আরো অনেক ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং লেখকরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ছারছীনার মেঝো পীর মাওলানা শাহ মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী।

প্রবাসীদের অধিকার নিশ্চিতে নিউইয়র্কে বাংলাদেশীদের আলোচনা সভা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ