শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

ওসামা বিন লাদেনকে নিয়ে ঠাট্টা করায় হেলিকপ্টার নিয়ে পুলিশ হাজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাউজপার্টিতে লাদেনের মৃত্যুকে নিয়ে মজা করে গান গাইছিলেন তারা। পাশাপাশিই চলছিল হাসি ঠাট্টাও। আচমকাই দেখলেন বাড়ির বাগানে এসে হাজির হয়েছে পুলিশের হেলিকপ্টার। ইসলাম বিরোধী গানে ঠাট্টা করে মেতে উঠেছিলেন তারা। তাই তাদেরকে ইসলাম বিরোধী বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

এ ব্যাপারে পুলিশ সূত্রে জানা গেছে, প্রচন্ড জোরে বাজছিল গানগুলো। আর ওসামা বিন লাদেনের মৃত্যুকে ঘিরেই তারা গান গাইছিলেন জোরে জোরে। বিন লাদেন সং হিসেবে তকমা দেওয়া হয়েছে ঐ বিশেষ গানগুলোকে। কিন্তু এই গানটির সঙ্গে ধর্ম বিদ্বেষের কোনো বিষয় এখানে নেই বলে জানিয়েছে হাউজপার্টিতে উপস্থিত ব্যক্তিরা।

এই প্রসঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ভাবেই হয়েছে। ইউটিউবে পরপর গান চলছিল। তখনই হয়তো এই গানটি চালু হয়ে গেছে। এসময় হাউজপার্টিতে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি নিয়ে খুবই ক্রুদ্ধ হয়ে যান।

তিনি বলেন, এই মিউজিকটি যথেষ্ট পরিচিত। ব্রিটিশ এবং আমেরিকান সেনারা হত্যা করার পর পরই ইউটিউবে আসে এই ভিডিওটি।

এদিকে, একজন মহিলা পুলিশকর্মীও উপস্থিত ছিলেন ঐ হাউজপার্টিতে। লাদেনের গানটি বাজতেই সঙ্গে সঙ্গে প্যানিক বাটন প্রেস করেন তিনি। এরপরই দশজন পুলিশ হেলিকপ্টার নিয়ে উপস্থিত হয় সেখানে।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ