শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

ওসামা বিন লাদেনকে নিয়ে ঠাট্টা করায় হেলিকপ্টার নিয়ে পুলিশ হাজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাউজপার্টিতে লাদেনের মৃত্যুকে নিয়ে মজা করে গান গাইছিলেন তারা। পাশাপাশিই চলছিল হাসি ঠাট্টাও। আচমকাই দেখলেন বাড়ির বাগানে এসে হাজির হয়েছে পুলিশের হেলিকপ্টার। ইসলাম বিরোধী গানে ঠাট্টা করে মেতে উঠেছিলেন তারা। তাই তাদেরকে ইসলাম বিরোধী বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

এ ব্যাপারে পুলিশ সূত্রে জানা গেছে, প্রচন্ড জোরে বাজছিল গানগুলো। আর ওসামা বিন লাদেনের মৃত্যুকে ঘিরেই তারা গান গাইছিলেন জোরে জোরে। বিন লাদেন সং হিসেবে তকমা দেওয়া হয়েছে ঐ বিশেষ গানগুলোকে। কিন্তু এই গানটির সঙ্গে ধর্ম বিদ্বেষের কোনো বিষয় এখানে নেই বলে জানিয়েছে হাউজপার্টিতে উপস্থিত ব্যক্তিরা।

এই প্রসঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ভাবেই হয়েছে। ইউটিউবে পরপর গান চলছিল। তখনই হয়তো এই গানটি চালু হয়ে গেছে। এসময় হাউজপার্টিতে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি নিয়ে খুবই ক্রুদ্ধ হয়ে যান।

তিনি বলেন, এই মিউজিকটি যথেষ্ট পরিচিত। ব্রিটিশ এবং আমেরিকান সেনারা হত্যা করার পর পরই ইউটিউবে আসে এই ভিডিওটি।

এদিকে, একজন মহিলা পুলিশকর্মীও উপস্থিত ছিলেন ঐ হাউজপার্টিতে। লাদেনের গানটি বাজতেই সঙ্গে সঙ্গে প্যানিক বাটন প্রেস করেন তিনি। এরপরই দশজন পুলিশ হেলিকপ্টার নিয়ে উপস্থিত হয় সেখানে।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ