শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

সাইলেন্ট অবস্থায় হারানো ফোন খুঁজে পাবেন যেভাবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা প্রায়ই ঘরের মধ্যে নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে ফেলি। অন্য কারও ফোন থেকে কল করে মোবাইল খঁজে বের করার সহজ উপায়টা আমাদের সবারই জানা আছে।

কিন্তু মোবাইল যদি সাইলেন্ট করা থাকে  তখনই পড়তে হয় বিড়ম্বনায়। ফোন খুঁজে পেতে নাকাল অবস্থা হয়। বিশেষ করে অফিস অন্য কোথাও বের হওয়ার সময় এমন ঘটনা ঘটলে একটু  বেশিই বিড়ম্বনায় পড়া লাগে।

[মোবাইল পাশে রেখে ঘুমাবেন না]

চলুন জেনে নেয়া যাক সাইলেন্ট থাকলেও কীভাবে খুঁজে নেওয়া যাবে সেই মোবাইল।

১. প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।
২. সেখানে সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।
৩. তার পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।
৫. এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।
৬. এ বার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।
৭. আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে।

এই একই পদ্ধতিতে হারানো অ্যান্ড্রয়েড ট্যাব-ও খুঁজে পাওয়া যেতে পারে। তবে একটাই বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো, আপনার হারানো ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নাহলে এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাবেন না।

[ঢাকায় টয়লেট খুঁজে দেবে মোবাইল অ্যাপ]

সুত্র: অনলাইন

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ