শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

বাংলা টিভির নতুন যাত্রা: থাকছে বছর জুড়ে ‘আল কোরআন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘বিশ্বজুড়ে বাংলা’ স্লোগান নিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ সম্প্রচারে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’। লন্ডনে যাত্রা শুরু করা এই চ্যানেলের সম্প্রচার চলছে ইউরোপজুড়ে।

শুক্রবার ঢাকার সোনারগাঁও হোটেলে বাংলাদেশে বাংলা টিভির সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলা টিভির প্রধান উপদেষ্টা কলামনিস্ট আব্দুল গাফফার চৌধুরী।

বাংলা টিভিতে বছরজুড়ে থাকবে পবিত্র ‍কুরআনের তাফসির। প্রতিদিন পবিত্র কুরআন থেকে এক পৃষ্ঠা তেলাওয়াত এবং তার উপর সংক্ষিপ্ত তাফসির করা হবে। প্রতিদিন সকাল ছয়টা তাফসিরুল কুরআনের অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

আজ মাওলানা হুসাইনুল বান্নার আলোচনার মাধ্যমে তাফসিরুল কুরআন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে বলে জানান প্রোগ্রামের সঞ্চালক মাওলানা রায়হান আহমদ ফারুকী।

চলে গেলেন আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া

বাহাস এড়াতে এনায়েতুল্লাহ আব্বাসীর নতুন কৌশল

তিনি আরও জানান, তাফসিরুল কুরআন ছাড়াও বাংলা টিভিতে রমজানের সাহরির সময় এবং প্রতি শুক্রবার জুমার সওগাত নামে একটি নিয়মিত আয়োজন থাকবে।

বাংলা টিভির সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানান শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক জানান, ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর ইংল্যান্ডে প্রথম যাত্রা শুরু করে বাংলা ভাষা ভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। বর্তমানে পুরো ইউরোপে এই চ্যানেলের সম্প্রচার চলছে।প্যারিস, রোমসহ ইউরোপের বেশ কয়েকটি বড় শহরে এই টিভি চ্যানেলের ব্যুরো অফিস রয়েছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, কবি আসাদ চৌধুরী, দুদকের সাবেক কমিশনার এম সাহাবুদ্দিনসহ অনেকে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ