মুহাম্মদ রাকিব হাসান: একজন ভারতীয় মুসলিমকে জবরদস্তি 'জয় শ্রীরাম' বলানোর ভিডিও নিয়ে স্যোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
অনেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভারতের মত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দাঁড়ি-টুপি ও পাঞ্জাবী পরিহিত একজন মুসলিম যুবকের কান ধরে জোর করে শ্রীরাম বলতে বাধ্য করছে মাইক্রোবাসে বসে থাকা এক ব্যাক্তি এবং মাইক্রোবাসের মধ্য থেকে যুবককে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখা যাচ্ছে ভিডিওটিতে।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ফেসবুকের টাইমলাইন সরগরম। সকলে তাদের প্রতি ঘৃণা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ফেসবুকে একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন ঘটনাটি জঘন্য ও ক্ষমার অযোগ্য অন্যায়। একজন বলেন, ধর্ম হলো শ্রদ্ধার জায়গা। সেখানে জোর করে মানুষকে জয় শ্রীরাম বলানো চরম ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়।
দেখুন ভিডিও
[video width="220" height="400" mp4="http://ourislam24.com/wp-content/uploads/2017/05/hindu.mp4"][/video]
হিন্দু ধর্ম কি মদ-জুয়া বা অশ্লীলতার অবাধ সুযোগ দেয়?