শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

বড় পরিবর্তনের মুখে ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) শেয়ার ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর আবার ইসলামী ব্যাংকে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।

ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ব্যাংকটির পর্ষদ অসহায় হয়ে পড়েছে- এমন অভিযোগ করে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। সব মিলিয়ে আবারো বড় পরিবর্তনের মুখে পড়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

এই অবস্থায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভা। এছাড়া আগামী ২৩ মে মঙ্গলবার ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে ব্যাংকটিতে নতুন করে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

তবে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের বৃহত্তর স্বার্থ বিবেচনা করা হবে। কারণ, এরই মধ্যে ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং জগতে একটি স্বতন্ত্র স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এই অবস্থান ধরে রাখা সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে করেন দায়িত্বশীলরা।

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘ব্যাংকটির পরিচালনা পর্ষদে প্লাস-মাইনাসের ষড়যন্ত্র শুরু হয়েছে। ব্যাংকটি থেকে তাঁর সরে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।’

এ ব্যাপারে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহসানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মনোভাব তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছি।’

এমন সিদ্ধান্তের কারণ সর্ম্পকে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার জন্য ব্যাংকটিতে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে ব্যাংক পরিচালনার ক্ষেত্রেও আমার কিছু দায়িত্ব ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকটিতে কিছু বিষয় মাথাচাড়া দিয়ে উঠেছে। যার কারণে দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে।’

এ কারণে ব্যক্তিগতভাবে তিনি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এমনকি এই সিদ্ধান্তের কথা তিনি ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেনও। কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম ২০১৬ সালের ৬ মে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান। এরপর চলতি বছরের ৫ জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগ করলে তিনি নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

সেদিন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনভর পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিতে বড় পরিবর্তন আসে। একই দিন নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সরকারের প্রাক্তন সচিব আরাস্তু খান, আরমাড়া স্পিনিং মিল নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে তিনি ব্যাংকটির পরিচালক। এরপর ব্যাংকটির এমডি, ডিএমডিসহ বিভিন্ন পর্যায়ে নতুন নিয়োগ দেওয়া হয়।

সূত্র: রাইজিং বিডি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ