শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

ভাগ্যরজনীতে উদ্বোধন হলো ইতালির সবচেয়ে বড় মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইতালিতে পবিত্র শবে বরাতে উদ্বোধন হলো নতুন এক মসজিদ। ইতালীর রোমের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় তরপিনাত্তারায় কেন্দ্রীয় জামে মসজিদ নামে চালু হয় এ মসজিদ।

ইতালীয় প্রশাসন কর্তক অনুমোদিত বাংলাদেশী তত্বাবধানে ইতালী সবচেয়ে বড় এই মসজিদটি ১০০০ স্কোয়ার মিটার আয়তনে একসাথে প্রায় ৩০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবে।  এখানে মহিলাদের আলাদা জায়গায় নামাজ আদায় করার সুব্যবস্থা থাকবে। তবে তরপিনাত্তারা কেন্দ্রীয় জামে মসজিদটি এখনো সম্পূর্ণ রুপে সম্পন্ন হয়নি। এখনো নিচের শেষ অংশের কাজ চলছে এবং উপরে কাজ শুরু করেছে।

মসজিদ কর্তপক্ষ জানান, সম্পূর্ন কেনা এই মসজিদের কাজ শেষ হলে পরবর্তিতে এখানে হাফেজ-ই মাদরাসা তৈরি করা হবে।

প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান মসজিদের প্রথম দিন নামাজ আদায় করেন এবং আল্লাহর ঘর নির্মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং অনেকেই ওয়াদা করেন পরবর্তিতে মুসল্লিদের আল্লাহ দরবারে সিজদা দেয়া জায়গা করে দেয়ার জন্য তারা সব সময়ই পাশে থাকবে। ধারণা করা হচ্ছে মসজিদের সমস্ত কাজ সম্পন্ন হতে সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ ইউরোর উপরে প্রয়োজন হতে পারে।

মসজিদ উদ্বোধনীতে কমিটির নেতৃবৃন্দ সহ কমুনের কতৃপক্ষ এবং জায়গার বিক্রয়দাতা উপস্থিত ছিলেন। তারা সকলেই পূর্নাঙ্গ এই মসজিদ নির্মানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তরপিনাত্তারা কেন্দ্রীয় মসজিদের ইমাম রুহুল আমিন বলেন,  প্রতিকূল অবস্থাতে সকলের সহযোগিতায় নামাজ এই স্থানটুকু যেন মহান আল্লাহ তায়ালা মসজিদ হিসাবে কবুল করে নেন। পরবর্তিতে এ রাতের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

মসজিদে এশার নামাজের পর থেকেই রাতব্যাপী ইবাদত, বন্দেগি, ওয়াজ মাহফিল, জিকির ও মিলাদের পর বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাতের সমাপ্তি হবে।

ইতালিতে আল কোরআন একাডেমির কোরআন বিতরণ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ