গাজীপুর প্রতিনিধি: জাতীয় শিশুকিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সিনিয়র শিল্পী আবু সুফিয়ানকে সংগঠন থেকে বহিষ্কার করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর প্রেসক্লাবের সামনে শুক্রবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘আমরা আবু সুফিয়ানের ভক্ত’ এই ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আমীন মোহাম্মদ গ্রুপের ডিরেক্টর ও ইকরা ক্যাডেট মাদরাসার প্রধান পরিচালক মোহাম্মদ আনোয়ার শাহ, গাজীপুর রবি’র সাবেক ম্যানেজার জনাব তাহসিন আহমাদ ও মাদানী পাঠাগারের আহবায়ক জনাব আবু রায়হান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আবু সুফিয়ানকে নির্দোষ দাবি করে বলেন, আবু সুফিয়ান একজন সৎ, যোগ্য ও বিচক্ষণ প্রতিবাদী কণ্ঠশিল্পী। তাকে অন্যায়ভাবে কলরব থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা বলেন, আমরা লাখো মানুষের প্রাণের স্পন্দন প্রিয় শিল্পী আবু সুফিয়ানকে অবিলম্বে কলরবে দেখতে চাই। এবং কলরবের ভিতরে থাকা মূল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বক্তারা আরো বলেন, যারা তাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে বহিষ্কার করেছে জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল কলরবের অফিসিয়াল ফেসবুক পেইজে বিভিন্ন কারণ দেখিয়ে আবু সুফিয়ানকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।
এরপরই অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় পক্ষে-বিপক্ষে নানা গুঞ্জন। এর আগেও কলরব শিল্পীগোষ্ঠী থেকে বিভিন্ন কারণে শিল্পী হুমায়ুন কবির শাবীব ও কাজী আমিনুল ইসলামকে বহিস্কার করা হয়।
এআর
কলরব থেকে আবু সুফিয়ানকে অব্যহতি
কলরব থেকে বহিস্কার বিষয়ে ফেসবুকে যা লিখলেন আবু সুফিয়ান