রাশিদ আহমদ: নিউইয়র্কে রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা'র বার্ষিক সাধারণ সভায় ৩১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৩ এপ্রিল সোমবার নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত জ্যাকসন হাইটসের টক অফ দ্যা টাউন হলে রাত আটটায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাফেজ আবদুল্লাহ আল আরিফ এর সভাপতিত্বে ও সেক্রেটারী জনাব নঈমুদ্দীন এর সঞ্চালনা সভায় সংগঠনের ২০১৭-২০১৮সেশনের জন্য নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষনা করা হয়।
নাম ঘোষনা করেন সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক কাজী সামছুল হক। বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষনা ছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি এজেন্ডা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
২০১৭-২০১৮সেশনের জন্য নতুন কমিটি নিম্নরূপঃ সভাপতি হাফেজ আবদুল্লাহ আল আরিফ, সহ সভাপতি মুমিনুল ইসলাম মজুমদার, সহ সভাপতি মুহাম্মদ নইমুদ্দিন, সেক্রেটারী রশীদ আহমদ, সহকারী সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফ হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসীন নকীব, সাহিত্য ও সাময়িকী সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ সাঈদ হোসাইন, প্রচার সম্পাদক সালাহউদ্দিন রাসেল, সাংস্কৃতিক সম্পাদক আরাফাত রহমান, মিডিয়া কমিউনিকেশন সম্পাদক মামুন হাসান, আপ্যায়ন সম্পাদক জাকারিয়া ভুঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুরুল করীম।
কার্যকরী সদস্যঃ নিজাম বিন রফিক (মিশিগান),জাহিদ হাসান (ওয়াশিংটন ডিসি)এইচ এম মুশফিক (বাফেলো) হাফেজ মোশাররফ হোসাইন, এমদাদ হোসেন চৌধুরী দীপু,জামীল আনসারী, জুনেদ আহমদ, জসীম উদ্দিন, মুরাদ হক,বাহার উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আফজানুর মুন, আবু সাঈদ, শামীম হাসান, ওয়াসেফ সিদ্দিকী, মুহাম্মদ ইউনুস, আবদুল আলিম ও জাকির হোসাইন।
উল্লেখ্য যে, উত্তর আমেরিকায় বসবাসরত সাহিত্যিক-সাংবাদিক সহ প্রবাসের নতুন প্রজন্মকে সাহিত্য ও সুস্থ সংস্কৃতির অঙ্গনে নিয়ে এসে তাদেরকে এক একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে-ই প্রবাসের কিছু সচেতন লেখক-সাংবাদিকদের সম্বনয়ে ২০১১ সালে যাত্রা শুরু করে রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা নামক সংগঠনটি। হাটি হাটি পা পা করে সংগঠনটি আজ প্রায় অর্ধশত সদস্য নিয়ে উত্তর আমেরিকায় সাহিত্যাঙ্গনে বিরাট ভুমিকা রাখছে। আগামীতে আরো বলিষ্ঠ ভুমিকা রাখার প্রত্যয় নিয়ে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করছে।
এছাড়াও বার্ষিক সাধারণ সভায় ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ নিয়েও দীর্ঘ আলোচনা হয়।কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় উপদেষ্টা পরিষদের নাম ঘোষনা করা হবে।
কওমি মাদরাসাকে স্বীকৃতি দেয়ায় খালেদার গায়ে আগুন ধরেছে: প্রধানমন্ত্রী
আমেরিকায় ইসলাম বাড়ছে, মুসলিম দেশে বাড়ছে নাস্তিকতা!