দুবাইয়ের আকাশে উড়বে ট্যাক্সিক্যাব। খুব শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, আগামী জুলাইয়ে দেখা যাবে চোখ কপালে তোলার ঘটনা। আকাশে উড়তে দেখা যাবে ট্যাক্সি। দেশটি এ প্রযুক্তির উদ্ভাবনের দ্বারপ্রান্তে চলে এসেছে।
২০৩০ সালের মধ্যে দুবাইয়ের গণপরিবহনের ২৫ শতাংশ স্বচালিত হয়ে যাবে। এরই ছোট অংশ হিসাবে আকাশে উড়তে যাচ্ছে 'ইহ্যাং ১৮৪ হোভার ট্যাক্সি'। ব্যাটারিচালিত এই পরিবেশবান্ধব ট্যাক্সি একজন যাত্রী নিয়ে তার নির্দিষ্ট পথে উড়ে যাবে। তার যাত্রাপথ আগে থেকেই প্রোগ্রাম করে দেওয়া হবে।
পরীক্ষার অংশ হিসাবে ইতিমধ্যে আকাশে উড়েছে এই ট্যাক্সি।
আরএফ