ইসলাম ডেস্ক: ইসলাম ছোট থেকে বড় সব ধরনের কাজের দিক নির্দেশনা দিয়েছে। কোন পাত্রে খাওয়া মানুষের জন্য কল্যাণকর নয় তাও বলেছেন মহানবী হজরত মুহাম্মদ সা.।
কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে রোজা পালন করতে হয়, কিভাবে যাকাত দিতে হয় কিংবা কিভাবে চললে সারাজীবন সৎ পথে বা ন্যায়ের পথে থেকে মহান আল্লাহ তায়ালার ইবাদত করা যায়- এসব ইসলামে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে।
মহানবী সা. সকল দিক নির্দেশনার মধ্যে কি ধরনের পাত্রে খাবার খেতে হবে তারও একটা নির্দেশনা দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে একটি হাদিসে এসেছে وَعَنْ حُذَيْفَةَ رضي الله عنه، قَالَ: نَهَانَا النَّبِيُّ ﷺ أنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالفِضَّةِ، وأنْ نَأْكُلَ فِيهَا، وَعَنْ لُبْس الحَريرِ وَالدِّيبَاج، وأنْ نَجْلِسَ عَلَيْهِ . رواه البخاري
হুযাইফাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ও রূপার পাত্রে পান বা আহার করতে আমাদের নিষেধ করেছেন এবং চিকন ও মোটা রেশম পরিধান করতে নিষেধ করেছেন।
[বুখারি ৫৪২৬, ৫৬৩২, ৫৬৩৩, ৫৮৩১, ৫৮৩৭, মুসলিম ২০৬৭, তিরমিযি ১৮৭৮, নাসায়ি ৫৩০১, আবু দাউদ ৩৭২৩
আরআর