শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

কাতার ফ্রেন্ডস ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qatar4

কাতার প্রবাসী বাংলাদেশিদের আর্থ-সামাজিক প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সাধারণ পরিষদের ষাণ্মাসিক সাধারণ সভা উপলক্ষে এফডিপি তার সকল সদস্যদের জন্য এক আনন্দ ভ্রমণের আয়োজন করে।

শুক্রবার সকাল নয়টায় দশটি প্রাইভেট কার এবং দুটি মাইক্রো সহ৬০ সদস্যের বিরাট বহর নিয়ে দোখান বীচের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। বীচে পৌঁছনোর আগেই প্রসাদ সদৃশ এক সুরম্য মসজিদে আমরা জুমার সালাত আদায় করি। তাকওয়া বিষয়ে খতিব সাহেবের চমৎকার এবং সাবলীল বক্তব্য ছিলো বাড়তি পাওয়ানা।

সালাত শেষে অল্প সময়ের ভেতরেই আমরা বীচে পৌঁছি। তারপর সবাই বেশ আনন্দ উৎসবে মেতে উঠেন।

ইতোমধ্যেই ডাক আসে দুপুরের খাবারের। মানিক ভাই এর রান্না করা বিরানীর মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। কিছুক্ষণ বিরতির পর তোড়জোড় চলে সাগরে যাপিয়ে পড়ার। নামব না নামব না করেও শেষ পর্যন্ত নামতে হলো সাথীদের চাপাচাপিতে। কর্মময় দিনের ক্লান্তিগুলো ধুয়ে মুছে দিলো সাগরের নোনা জল।

আছরের সালাত আদায় শেষে শুরু হলো এফডিপি এর সাধারণ পরিষদের ষাণ্মাসিক সাধারণ সভা। এফডিপি এর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বশির আহমেদ এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ফয়সাল আহমেদের কোরআন কারীম তেলাওয়াত এর মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা হয়। শাহ মাসুম খাদেম এর চমৎকার হামদ এতে অন্য রকম মুগ্ধতা তৈরি করে।

qatar5

মাহমুদুল হাসান চৌধুরীর উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এফডিপি এর নির্বাহী পরিচালক ইয়াসিন পাশা ও বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা শিব্বির আহমাদ বলেন, কাতারে আমি অনেক সমিতি দেখেছি কিন্তু এফডিপি এর মতো তার সদস্যদের জন্য এমন আনন্দ ভ্রমণের উদ্যোগ নিতে দেখিনি। তার জন্য এফডিপি এর সকল পরিচালকদের আন্তরিক ধন্যবাদ।

এফডিপি এর ষাণ্মাসিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এফডিপি এর নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা বশির আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি স্বচ্ছতায় এবং জবাবদিহিতায়। যে কোন সদস্য যে কোন সময়ে আমাদের কাছে হিসাব চাওয়ার অধিকার রাখে। প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ