আওয়ার ইসলাম : সৌদি সরকার প্রবাসী রেমিটেন্সের উপর ৬% করারোপ করার সিদ্ধান্তে নিয়েছে। প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রস্তাবটি আগামী সপ্তাহে সৌদির আরবের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ ‘শুরা কাউন্সিল’-তে উঠছে।
সৌদি আরবের সাবেক প্রধান হিসেব রক্ষক হাসান আল-আনকারি প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং শুরার অর্থনৈতিক সংক্রান্ত কমিটি তা অনুমোদন দিয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রথম বছর রেমিটেন্সের উপর ৬% করারোপ করা হবে এবং ধীরে ধীরে তা কমিয়ে আনা হবে।
আনকারি বলেছে, করারোপের উদ্দেশ্য হলো প্রবাসীদের সৌদি আরবে নিয়োগে উদ্বুদ্ধ করা।
প্রস্তাবে বলা হয়েছে, এ খাত থেকে অর্জিত অর্থ ‘সৌদি আরাবিয়ান মনিটরি অথরিটি’ ফান্ডে জমা থাকবে।
একজন প্রবাসী সৌদি ত্যাগ করার সময় সর্বোচ্চ কী পরিমাণ অর্থ নিয়ে ফিরতে পারবে তার পরিমাণ নির্ধারণেরও কথা বলা হয়েছে।
সূত্র : আরব গেজেট
-এআরকে