আওয়ার ইসলাম: আজকাল অনেক মানুষ পীর বা পীরের সভা/ওরসের নামে মান্নত করেন। সেখানে বড় বড় গরু খাসিসহ চাল ডালও নিয়ে যান। শরিয়ত এসবকে অনুমোদন দেয় কিনা। এই নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
আবার অনেক এলাকা এম প্রথা আছে- লোকেরা নামায ও রোজা ঠিক মত করবে না কিন্তু কথায় কথায় পীরের কথা বলবে। এরা পীরের নামে অনেক মান্নতও করে।
প্রকৃতপক্ষে ইসলাম এ ধরনের মান্নতকে অনুমোদন দেয় না। মান্নত একটি ইবাদাত যা শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট। অন্যের নামে মান্নত করা নাজায়েয ও হারাম। কেননা এর মাধ্যমে তাকে আল্লাহর সাথে শরিক করা হয়। আর কাউকে আল্লাহর সাথে শরীক করা হচ্ছে শিরক। [ফাতাওয়া শামী ২/৪৩৭]
এআর