শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

পর্নো সাইট বন্ধে লিংক পাঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

btrc_logoআওয়ার ইসলাম: দেশে চালিত পর্নো সাইটগুলোর লিংক পাঠালে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, সরকারের তরফ থেকে পর্নো সাইট বন্ধের উদ্যোগ নেওয়ার পর আমরা প্রায় ৯০ শতাংশের বেশি সাইট বন্ধ করতে সক্ষম হয়েছি। তরুণ প্রজন্ম ও অভিভাবকদের কথা মাথায় রেখে নতু্ন উদ্যোগ নিয়েছে বিটিআরসি। কোনো আপত্তিকর সাইট চোখে পড়লে এর লিংক [email protected] এই ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া ২৮৭২ এই নম্বরে ফোন করেও তথ্য দেওয়ার কথা বলা হয়েছে।

তিনি বলেন, যারা পর্নো সাইট ভিজিট করে তারা অনেক চালাক। নতুন নতুন নামে খুঁজে খুঁজে এসব সাইটের লিংকে প্রবেশ করছে। সে দিকেও আমাদের নজর রয়েছে। তবে বিদেশি পর্নো সাইট বন্ধে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে পর্নো সাইটের লিংক কাজের সময় চোখের সামনে চলে আসলে তা বিটিআরসির মেইলে পাঠানোর জন্য সাধারণ মানুষকে জানাতে বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। পর্নো সাইট কনটেন্ট, ছবি ও ভিডিও বন্ধের অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬০০-র কাছাকাছি সাইট বন্ধ করতে সক্ষম হয়েছে বিটিআরসি। তাদের এই প্রক্রিয়া চলমান।

যে সকল আইডিতে পর্নো সাইট ব্যবহার হচ্ছে তাদের মূল সংযোগ খুঁজে বের করে তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যেম পর্নো সাইট বন্ধের চেষ্টা চলছে বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান। গত বছরের ২৮ নভেম্বর সচিবালয়ে পর্নো সাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর এক পিতার লেখা চিঠির সূত্র ধরে পর্নো সাইট বন্ধের উদ্যোগ নেয় সরকার।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ