আওয়ার ইসলাম : মাত্র চার বছর বয়সে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরির লাইব্রেরিয়ান পদে নিযুক্ত হলো ডালিয়া অারানা।
আফ্রো-আমেরিকান আরানাকে একদিনের জন্য ‘ইউএস লাইব্রেরি অব কংগ্রেস’-এর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। গত ১১ জানুয়ারি অারানা প্রথম নারী ও প্রথম আফ্রিকান বংশদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে এ দায়িত্ব পালন করে।
আরানা তার দু’বছর বয়স থেকে বই পড়া শুরু করে এবং এ পর্যন্ত এক হাজারেরও বেশি বই পাঠ করেছে। আরানা
এ সময় লাইব্রেরির বিভিন্ন হল রুমগুলো ঘুরে দেখে। লাইব্রেরির স্টাফদের সঙ্গে মিটিং করে এবং লাইব্রেরির দেয়ালে ‘হোওয়াইড বোর্ড’ স্থাপনের পরামর্শ দেয়। যেনো শিশুরা প্রাক্টিস করতে পারে।
সূত্র : ইন্ডিয়ান টাইমস
-এআরকে