আওয়ার ইসলাম : চাঁদের আলোয় মুগ্ধ হই আমরা। আধার রাতে চাঁদের রূপালি আলোয় মুগ্ধ হয়ে কবিতা লেখে কবি। কিন্তু আমরা কী জানি এ আলোর ইতিহাস। চাঁদ কী জন্ম থেকেই আলো দিচ্ছে পৃথিবীকে? আর চাঁদের জন্মও বা কবে? মহাকাশ বিজ্ঞানীরা এ প্রশ্নের উত্তর খুঁজছেন বহুকাল ধরে। তাদের অনুসন্ধানে এবার পাওয়া গেলো নতুন তথ্য।
এপোলা-১৪ চন্দ্রযান চাঁদের বুক থেকে যে মাটি নিয়ে এসেছিলো তা পরীক্ষা করার পর বিজ্ঞানীদের পূর্ব ধারণা পাল্টে গেছে। বিজ্ঞানীগণ এতোদিন চাঁদের যে বয়স অনুমান করতেন, চাঁদের প্রকৃত বয়স তার চেয়ে কয়েক কোটি বছর বেশি।
আমেরিকার বিজ্ঞান সাময়িকীগুলোর তথ্য মতে, নতুন গবেষণায় জানা গেছে, সৌরজগত সৃষ্টির ৬ কোটি বছরের মধ্যে চাঁদের সৃষ্টি হয়। এ হিসেবে চাঁদের বয়স প্রায় ৪৬ কোটি বছর। পূর্বে বিজ্ঞানীদের ধারণা ছিলো, সৌরজগৎ সৃষ্টির ১০ থেকে ২০ কোটি বছরের মধ্যে চাঁদের সৃষ্টি।
সূত্র : ডিডাবলিউএন
-এআরকে