আওয়ার ইসলাম: দাবানল শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা শেখ গোলাম আসগর বলেন, দাবানল শিল্পীগোষ্ঠীর শিল্পীরা কুরআন ও হাদিসের আলোকে এদেশের সাংস্কৃতি অঙ্গনে কাজ করে যাচ্ছে।
তিনি শিল্পীদের উদ্দেশে বলেন, এই সমাজের অপসংস্কৃতি দূরিকরণে নিজেদেও সর্বাত্মক ত্যাগের নজীর স্থাপন করতে হবে।নিজেদেরকে যোগ্য শিল্পী গঢ়ে তুলে সাঙস্কৃতিক আগ্রাসন ভেংগে ইসলামী সাঙস্কৃতির আলোকে সমাজ বিনিমার্ণ করতে হবে।
আজ দাবানল শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শিল্পীদের নিয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে দাবানল শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক কাউসার আহমদ সোহাইল ও দাবানল শিল্পীগোষ্ঠীর উপস্থাপক মোস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় দাবানল শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মুফতী আনিস আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অন্যতম উপদেষ্টা শেখ গোলাম আসগর উপরোক্ত কথাগুলো বলেন।
সমাপনী অধিবেশন ও বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সাংস্কৃতিক ফোরামের সভাপতি ড.মোস্তাফিজুর রহমান ফয়সাল, দাবানল শিল্পীগোষ্ঠীর সাবেক প্রধান পরিচালক বিশিষ্ট সুরকার ও গীতিকার কবি শামসুল করীম খোকন, অধ্যাপক মাও. আজিজুল হক সেক্রেটারী খেলাফত মজলিস ঢাকা মহানগরী, সুরকার ও গীতিকার অধ্যাপক আনিসুর রহমান শিপলু, সুরকার ও গীতিকার এম কামরুজ্জামান, ডা. ফরিদ আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজিজুল হক প্রমুখ।
এআর