আওয়ার ইসলাম: জাতিসংঘে আইসিডি বার্ষিক সম্মেলনের পর্যবেক্ষক ও সংবাদ সংগ্রাহক হিসেবে পাসকার্ড পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও ইয়র্কবাংলা’র সম্পাদক মাওলানা রশীদ আহমদ।
নিউইয়র্কে গত ১০ জানুয়ারি জাতিসংঘে একাডেমি ফর কালচারাল ডিপ্লোম্যাসি আয়োজিত বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ইন্সটিটিউট ফর কালচারাল ডিপ্লোম্যাসির ডাইরেক্টর জেনারেল মিস্টার মার্ক ডনফ্রিড এর সঞ্চালনায় কিনোট স্পীকার ছিলেন জাতিসংঘে রোমানিয়া স্থায়ী প্রতিনিধি লন জিনগা, জাতিসংঘে পানামা স্থায়ী প্রতিনিধি লাওরা ই ফ্লোরিস এইচ, জাতিসংঘে বানোয়াতো স্থায়ী প্রতিনিধি ওদো টেভি এবং আন্তর্জাতিক সম্পর্ক ও শিক্ষা বিশেষজ্ঞ ড. নিবা হেলিনা আলেক্সজান্ডার।
পাঁচ দিনব্যাপী এই সিম্পেজিয়াম বিভিন্ন দেশ থেকে আগত প্রায় একশত ডেলিগেট এতে অংশগ্রহণ করেন। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পদায়ের পারস্পরিক সম্পর্ক মানবাধিকার ও বহুমাত্রিক উন্নয়নের উপর জাতিসংঘ ও আমেরিকার নতুন নেতৃত্বের প্রভাব শীর্ষক এ কনফারেন্সে বিশেষ প্রতিনিধি হিসেবে ইউকে বিএনপির সভাপতি জনাব এম এ মালেক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ ছাড়াও, বাংলাদেশ সরকারের ও বিভিন্ন দেশে অবস্থানরত সরকারি আমলা, মানবাধিকার এবং মিডিয়া কর্মী সহ ১০জন বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন।
আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত জাতিসংঘ ছাড়াও ওয়াশিংটন ডিসিতে এই কনফারেন্স যথারীতি চলবে।
আরআর