শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

কোম্পানির বস এক রেটে বিক্রি করতে বলার পর এতে কমবেশি করা যাবে কিনা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mal_dokan_oshudhপ্রশ্ন: আমি একটি কোম্পানিতে চাকরি করি।বিভিন্ন কোম্পানির ওর্ডার নিয়ে কাজ করি। আমি একজন র্মাকেটিং কর্মকর্তা। আমাকে একটি কোম্পানির মাল তৈরির জন্য আমার কোম্পানি রেট দিয়েছে পিছ ৫ টাকা, আমি ঐ কোম্পানিকে রেট দিয়োছি ৬ টাকা। অতিরিক্ত এক টাকা আমার জন্য হালাল ববে কিনা?

উল্লেখ্য আমার এক টাকা থেকে ঐ কোম্পানির থেকে যার মাধ্যমে অর্ডার নেই তাকেও অর্ধেক দিতে হয়। না হলে আমাকে সে অর্ডার দিবে না।
তাকে দেওয়া না দেওয়া উভয় অবস্থার মাসয়ালা জানাবেন।

উত্তর: আপনি কোম্পানির নির্দিষ্ট বেতনভূক্ত চাকরিজীবী। আপনাকে মূলত রাখাই হয়েছে অন্য কোম্পানি থেকে কাজ পাইয়ে দিয়ে কোম্পানিকে ব্যবসায় সুযোগ করে দেয়া। সুতরাং আপনার জন্য কোম্পানি নির্ধারিত রেটের চে’ বেশি টাকায় কাজ নিয়ে তা কোম্পানিকে না জানিয়ে ভোগ করা জায়েজ হবে না। কারণ আপনার নেয়া কাজটি করবে কোম্পানির নির্ধারিত ব্যক্তিরা। যাদের বেতন-ভাতা দেয় কোম্পানি আপনি নয়। যেসকর সরঞ্জামাদী ব্যবহৃত হবে উক্ত বস্তটি প্রস্তুত করতে তার খরচও বহন করবে কোম্পানি। তাই কাজটির মূল মালিক কোম্পানি। এতে তাদের অনুমতি ছাড়া অন্য কারো মুনাফা অর্জনটা খিয়ানত হবে। অন্যায় হবে। তাই এ কাজটি কিছুতেই জায়েজ নয়।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ (29) অর্থাৎ হে মুমিনরা! তোমরা পরস্পরের মালকে অন্যায়ভাবে গ্রাস করনা, তবে ব্যবসায়িক পদ্ধতিতে পারস্পরিক সন্তুষ্টচিত্তে হল ভিন্ন কথা। {সূরা নিসা-২৯}

তবে আপনি যদি আপনার চাকরিকৃত কোম্পানির কাছ থেকে এভাবে অনুমোদন নিয়ে নেন, আপনি কোম্পানির নির্ধারিত রেটের চে’ বেশি যদি উসুল করতে পারেন, তাহলে কোম্পানি এতে অনুমোদন দিলে আপনার জন্য তা বৈধ হবে নতুবা নয়। আর আপনার জন্য যখন বৈধ হবে তখন তাকে দেয়াও বৈধ হবে। আর অনুমোদিত না হলে কারো জন্যই তা জায়েজ হবে না।

[সূত্র: আহলে হক মিডিয়া]

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ