শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার

বইয়ের প্রচারে লেখকবাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lekhok_bariআওয়ার ইসলাম: কদিন পরেই শুরু হচ্ছে প্রাণের বইমেলা। সবখানে চলছে সরব প্রস্তুতি। লেখক-প্রকাশকরা ব্যস্ত বই প্রস্তুতকরণে। বইমেলা মানেই আনন্দ, বইমেলা মানেই উৎসব।

প্রতি বছরের ন্যায় এবারো পুরাতন লেখক-কবিদের পাশাপাশি প্রকাশিত হবে অসংখ্য নবীন লেখক-কবিদের বই। স্বভাবতই নতুন লেখকগণ থেকে যান প্রচারণার আড়ালে। ফলে অসংখ্য মূল্যবান গল্প-উপন্যাস-কবিতা পাঠকের কাছে পৌঁছে না।

নবীন লেখকদের বই প্রচারে এবার উদ্যোগ হাতে নিয়েছে অনলাইন প্রতিষ্ঠান লেখকবাড়ি

লেখকবাড়ি। লেখকের বাড়ি। এটা আপনার বাড়ি।

লেখকবাড়ি আপনার বইয়ের প্রতীক্ষায়। প্রকাশনা আছে অনেক, প্রচারণা নেই। প্রতিভা আছে প্রচুর, কিন্তু যথাযথ মূল্যায়ন নেই। একজন লেখক বিভিন্ন কারণে নিজের প্রকাশিত বইয়ের প্রচারণা চালাতে পারেননা। লেখকবাড়ি আপনার বইয়ের প্রচার করবে। লেখকবাড়ি পাঠককে আপনার বই সম্পর্কে জানাতে চায়। আপনাকে পৌঁছে দিতে চায় পাঠকের দোরগোড়ায়।

আপনি চাইলে লেখকবাড়ি আপনার বইয়ের প্রচার কাজে অংশ নিবে স্বতঃস্ফূর্তভাবে।

যা যা পাঠাতে হবে
প্রচ্ছদের ছবি : আবশ্যক।
সূচীপত্রের ছবি : ঐচ্ছিক।
বইয়ের নাম: আবশ্যক।
লেখক/লেখকবৃন্দের নাম: আবশ্যক।
অনুবাদকের নাম (বইটি অনূদিত হলে): আবশ্যক।
লেখক/লেখকবৃন্দের/অনুবাদকের সংক্ষিপ্ত পরিচিতি: ঐচ্ছিক।
প্রকাশনী : আবশ্যক।
মূল্য : আবশ্যক।
পৃষ্ঠা সংখ্যা : আবশ্যক।
বইয়ের বিষয়বস্তু সম্পর্কে অতিসংক্ষিপ্ত বিবরণ : আবশ্যক।
(এছাড়াও চাইলে আপনার বইয়ের একটি কপি পাঠাতে পারেন। লেখকবাড়ি নিজ উদ্যোগে অনলাইনে এর নিজস্ব রিভিউ প্রচার করবে।)

জ্ঞাতব্য
# নতুন পুরাতন যে কোন লেখক/প্রকাশক তাদের লেখা/প্রকাশিত বই প্রচার করতে পারবেন। লেখকবাড়ি কর্তৃপক্ষ নিজস্ব তত্ত্বাবধানে বই প্রচারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।
# সাধারণ এ্যাড এর জন্য কোন ফি লাগবে না।
# ডলারের মাধ্যমে অধিক প্রচারের জন্য ১০০০/- টাকা ফি প্রদান করলে ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে এ্যাডটি Boost করা হবে। এতে বইটি যথাযথ প্রচার লাভ করবে। লেখক চাইলে নিজের মনমত ডলার খরচ করতে পারেন। ১০,২০ বা ৩০ ডলার এর। প্রতি ডলার ১০০ টাকা।
# Boost ফি প্রদান করতে মেসেজ করে বিকাশ/ডাচ বাংলা নম্বর জেনে নিতে পারেন।
(টাকা পাঠানোর পর ৪৮ ঘণ্টার মধ্যে আপনার এ্যাড পোষ্ট করা হবে।)
# এ্যাড লিখে www.facebook.com/lekhokbari এর মেসেজবক্স অথবা ই-মেইল করতে পারেন [email protected] এ ঠিকানায়।
# লেখকবাড়ি যে কোন সময় যে কোন আইন পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা রাখে।

উল্লেখ্য, 'লেখকবাড়ি' ২ টি বিভাগ নিয়ে কাজ করছে !
১) প্রচার বিভাগ
২) সেলস বা বিক্রয় বিভাগ।
যে সকল লেখক বা প্রকাশক নিজেদের বই লেখকবাড়ির মাধ্যমে বিক্রি করতে আগ্রহী। তারা ইনবক্সে যোগাযোগ করুন। 'লেখকবাড়ি' নির্বাচিত বইসমূহ এ্যাড দেওয়ার মাধ্যমে বিক্রি করবে। তাছাড়া কোন লেখক বা প্রকাশক যদি শুধুমাত্র নিজের বই এ্যাড দেওয়ার মাধ্যমে বিক্রি করতে চান; লেখকবাড়ি সে বিষয়ে সুযোগ প্রদান করবে। এর জন্য ইনবক্সে যোগাযোগ করতে হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ