শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

অনলাইন সাংবাদিকতার হাতেখড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors3আওয়ার ইসলাম : সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে পৃথিবী। বদলাচ্ছে চারপাশের সবকিছু। সেই সঙ্গে বদলাচ্ছে লেখালেখির ভাষা, বলার কৌশল। আর সাংবাদিকতায় এসেছে নতুনত্ব। সেই ভাষা, কৌশল ও নতুনত্ব নির্মাণ করতে হবে নতুন করে।

নিজকে গড়তে এবং অন্যকে গড়াতে জানতে হবে নতুন কিছু। আর সে উদ্দেশ্যকে সামনে রেখেই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ও রকমারি ডটকম উদ্যোগ নিয়েছে অনলাইন সাংবাদিকতা বিষয়ক সার্টিফিকেট কোর্সের। দিনব্যাপী এ কোর্সে গণমাধ্যমকর্মীদের বাস্তব অভিজ্ঞতা থেকে ভাষা ও সাংবাদিকতার হাতেখড়ি এবং সমৃদ্ধ হবে অভিজ্ঞতার ঝুড়ি।

কোর্সের তারিখ আগামী ১৭ ফেব্রুয়ারি শুক্রবার। ঢাকার বাংলা মোটরের হামর্দদ মিলনায়তনে এই কোর্স অনুষ্ঠিত হবে।

কোর্সে প্রশিক্ষণ দেবেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক, মীর মাসরুর জামান রনি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চীফ রির্পোটার সেলিম রেজা। ভাষা ও বানান বিষয়ে প্রশিক্ষণ দেবেন আলেম লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন।

প্রশিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তরমূলক মতবিনিময় করবেন বাংলাসংবাদপত্রের খ্যাতিমান সাংবাদিক-সম্পাদকগণ। অংশগ্রহণকারী শিক্ষার্থীকে অবশ্যই এইচএসসি, আলিম বা মুতাওয়াসসিতাহ (শরহে বেকায়া) উত্তীর্ণ হতে হবে।

কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিটি ক্লাসের শিট প্রধান করা হবে। এছাড়াও দুপুরের আপ্যায়ন ও বিকালের নাস্তা দেয়া হবে। কোর্সে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের জেলা ও থানা প্রতিনিধিদের অগ্রাধিকারের ভিত্তিতে নিবন্ধনের সুযোগ থাকবে।

কোর্স সম্পন্নকারী প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে। কোর্স নিবন্ধন ফি : ৫০০ টাকা মাত্র। আসন সংখ্যা সীমিত। নিবন্ধনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০১৭।

নিবন্ধন পদ্ধতি

অফিস থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করা যাবে। ইমেইলে ([email protected]) আপনার জীবন বৃত্তান্ত পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। অথবা নিচের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করেও আপনার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তবে ফরম/জীবন বৃত্তান্ত পাঠানোর পর বিকাশ নাম্বারে (০১৭১৭৮৩১৯৩৭) ফি পাঠিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে। এছাড়াও আওয়ার ইসলামের ইভেন্টকর্মীদের কাছ থেকে সরাসরি ফরম সংগ্রহ করে নিবন্ধন করার সুযোগ আছে।

কোর্স পরিচালনা: রোকন রাইয়ান, নির্বাহী সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর

সার্বিক যোগাযোগ
সাজিদ নূর ও জামিল আহমদ
ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগ
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম
মোবাইল : ০১৭১৯০২৬৯৮০, ০১৭২৯১৭৯২১৫


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ