শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

এই শহরের প্রথম মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dabak_mosjidআওয়ার ইসলাম: প্রথমবারের মতো নির্মিত হলো একটি মসজিদ। শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। আমেরিকার ২৯তম অঙ্গরাজ্যের ডাবাক শহরে এর আগে কোনো মসজিদ ছিল না।

প্রায় ৫ লাখ মার্কিন ডলার ব্যয়ে মসজিদটি নির্মিত হয়েছে। অর্থ  দিয়েছেন এশিয়া এবং ইউরোপের অভিবাসীরা। স্থানীয় প্রশাসন মসজিদের জমি প্রদান ও মসজিদ সংলগ্ন রাস্তাটি পাকা করে দিয়েছে।

তবে মসজিদ নির্মাণের অনুমতি গ্রহণ, নির্মাণ সামগ্রীর জোগান সবকিছুই হয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে।

উদ্বোধনী দিনের জুমার বয়ানে ইংরেজিতে বেহেশত সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরে আরবিতে খুতবা প্রদান করা হয়। আইওয়ার ইসলামি সেন্টারের পরিচালক রামি আল দীবি নামাজের ইমামতি করেন।

মসজিদ নির্মাণ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মার্কিন নাগরিক এরিন উগবারান বলেন, এই আমেরিকা কোনো একক ধর্মাবলম্বীর দেশ নয়। মুসলিমরা যেমন নিজ ধর্ম বিশ্বাস করেন, তেমনি আমেরিকার অন্য জনগণকে ভালোভাবে চেনেন, তাদের ভালোবাসেন। দেশের কল্যাণে কাজ করেন। এটা আমেরিকার জনগণকে মনে রাখতে হবে। মসজিদে কল্যাণের কথা বলা হয়, এটা তাদের অধিকার। আমরা তাতে সমর্থন করি।

তিনি আরও বলেন, আমেরিকার জনগণ যদি মুসলমানদের ভালোভাবে চেনে তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ