শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে প্যারিসে সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফাহিম বদরুল হাসান
প্যারিস থেকে

france5১৮ ডিসেম্বর বেলা ২টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের প্লাস দ্যু লা রিপাবলিকে সম্প্রতি মিয়ানমারে রোহিংগাদের গণহত্যার প্রতিবাদে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংগঠন এনআরবি ওয়েলফেয়ার সোসাইটি ও হিউম্যান রাইটস মিশন ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির প্রবীণ নেতা ও মানবাধিকার সংগঠন এনআরবি এর চেয়ারম্যান ডক্টর আব্দুল মালেক ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ল ইয়ার্স ফর পিস এর প্রেসিডেন্ট এডভোকেট পারভেজ দুখী, এসোসিয়েশন অব ওয়ান ইএমএস এর সভাপতি ওসমান এনজিওন, ইউরোপিয়ান কাউন্সিল ফর দি রোহিংগা এর সদস্য হারুন ইউসুফ , হিউম্যান রাইটস মিশন ফ্রান্সের প্রেসিডেন্ট তানিয়া হানিফা, রোহিংগা বিষয়ক ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হামেদ এর প্রেসিডেন্ট ম্যাডাম নরডিন , শ্রীলংকান এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি হামলেন, আলজেরিয়ান এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি ফারুক ওমর, সেনেগালিস এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি আলী সো, সম্মেলিত মালি এসোসিয়েশন ফ্রান্স এর সেক্রেটারী জেনারেল মামাদু কে, মরোক্কো এসোসিয়েশন ফ্রান্স এর প্রেসিডেন্ট মালকা ফালী, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপার) সভাপতি এডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, কমিউনিটি ব্যাক্তিত্ব ও ইপিবিএ এর উপদেষ্টা এস এইচ হায়দার, পাইয়োনিয়র সোস্যাল অরগেনাইজেশন ফ্রান্সের সভাপতি মুফতি হাবিবুর রাহমান, কমিউনিটি ব্যাক্তিত্ব ও প্যারিস নিউজ ভিশনের সম্পাদক আব্দুল মান্নান আজাদ, বিএনপি ফ্রান্স শাখার সিনিয়র সহ-সভাপতি হাজী হাবিব, আওয়ামীলীগ নেতা ও ইপিবিএ এর সহ-সভাপতি আশরাফ হোসেন, জাতীয় পার্টি ফ্রান্স শাখার সভাপতি একেএম আলমগীর হোসেন , অনলাইন এক্টিভিস্ট সৈকত শরীফ, জিয়া পরিষদ ফ্রান্স শাখার সভাপতি মনির খাঁন, মহিলা উদ্যোক্তা রিনা সাহেদ, বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি মোমেন ফরাজী আজিমুল হক খাসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি মায়ানমারে যে র্নিমম পৈশাচিক গণহত্যা হয়েছে তা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। মায়ানমারের সেনাবাহিনী ও সিভিলিয়ান বৌদ্ধ সম্প্রদায়ের সন্ত্রাসীদের দ্বারা বিশ্ব ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চলছে মুসলিম জনগোষ্ঠীর আদিভুমি আরাকানসহ মায়ানমারের সর্বত্র। উপস্থিত বক্তারা এই র্নিমম ও বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। তারা চলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে বিশ্ববিবেকের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির নিরবতায় তারা বিস্মিত। তার শান্তিতে নোবেল পুরস্কারের গ্রহন যোগ্যতা নিয়েও উপস্থিত নেতৃবৃন্দ প্রশ্ন তোলেন।

বক্তারা মায়ানমারের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে বিশ্বের শান্তিকামী জণগনের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডক্টর আব্দুল মালেক ফরাজী আগামী ২০১৭ এর নতুন বছরের প্রথম সপ্তাহে ফ্রান্সের ন্যাশনাল এসেম্বলির সামনে মানববন্ধন, আর্ন্তজাতিক আদালতে মামলা দায়ের এবং গণহত্যার জন্য দায়ী অং সান সুচির নোবেল প্রত্যাহারের ব্যাপারে গণস্বাক্ষর কর্মসূচীর ঘোষণা দেন।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ