আওয়ার ইসলাম: রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে আসছে কললবের নতুন চমক ‘মদীনাওয়ালা’। আগামী ১৩ ডিসেম্বর বাজারে আসবে নবীজিকে নিবেদিত ভিডিও সঙ্গীতটি। ইতোমধ্যেই সঙ্গীতটির সব কাজ সমপন্ন হয়েছে।
সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন কলরবের শিল্পী সাঈদুজ্জামান নূর। কোরাসে আরো একঝাঁক শিল্পীও রয়েছেন।
কবি সাইফ সিরাজের লেখা সঙ্গীতটির সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী শফিক তুহিন। জাতীয় পর্যায়ের এই শিল্পী প্রথমবারের তিনি কোনো ইসলামি গানের সুর করলেন।
আগামী ১৩ ডিসেম্বর কলরবের প্রযোজনা এবং ব্রাইট সল্যুশন মাল্টিমিডিয়ার পরিবেশনায় পবিত্র সীরাতুন্নবী সা. উপলক্ষে রিলিজ হবে এটি।
সঙ্গীতটির দিকনির্দেশনায় ছিলেন রশিদ আহমাদ ফেরদৌস, সাঈদ আহমাদ এবং মুহাম্মাদ বদরুজ্জামান।
শিল্পী সাঈদুজ্জামান নূর বলেন, শফিক তুহিন ভাইয়ের ইসলামি সংগীতের সাথে সম্পৃক্ততা নতুন সম্ভাবনা তৈরি করবে। চমৎকার সুর ও কম্পোজিশনের তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আশা করছি সঙ্গীতটিতে নতুন স্বাদ পাবে শ্রোতারা।
আরআর