সিলেট: পাকিস্তানের সঙ্গীত সম্রাট জুনাইদ জামশেদ রহ. এর স্মরণে ভোরের আলো শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দু'আ মাহফিল।
শনিবার ( ১০ ডিসেম্বর) সন্ধা ৬ টায় সিলেট সিটি সুপার মার্কেটে অনুষ্টিত হয়।
মাওঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ভেরের আলো শিল্পীগোষ্ঠীর পরিচালক রাকিব আল হাসানের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তারা বলেন জুনাইদ জামশেদ রহ. শুধু পাকিস্তান নয় সারা বিশ্বের একজন শিল্পী ছিলেন। তিনি ইসলামের দাওয়াত পেয়ে কবুল করেন এবং তিনি অনেক বড় দাঈ হিসেবে আত্মপ্রকাশ করেন। তার গানের মধ্যে এখলাসিয়্যাত ছিল, তাই আজ সারা বিশ্বের মানুষ শোক মুহ্যমান হয়ে পড়েন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওঃ রফিকুল ইসলাম জাকারিয়া, মাওঃ মুফতী মাহবুবুল হক, মাওঃ ইনাম বিন সিদ্দিক, সাইফ রহমান, আব্দুল লতিফ, শাহ আলম সাইফ, ইসমাইল আহমদ,নাজিম আহমদ, মাহফুজ অাহমদ এবং ভোরের আলো শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।