মুফতি আবদুল্লাহ
প্রশ্ন : আমার কাকা ৮ই আগস্ট ২০১৪ ইং, রোজ শুক্রবার বেলা ২টা ২০মিনিটে ইন্তেকাল করেন। বর্তমান কবরস্থান নিচু এবং দুটি পুকুরের মধ্য আইলের ওপর হওয়ায় সামান্য বর্ষাতে কবরস্থানটি প্লাবিত এবং ভেঙে পড়ার মুখে। অধিকন্তু কবর এর খুবই সন্নিকটে দুটো টয়লেট অবস্থান করার কারণে কবরস্থানের পবিত্রতা রক্ষা করা খুবই দুষ্কর হয়ে পড়েছে। অতএব, কবরস্থানটি স্থানান্তরে আপনার সু-পরামর্শ কামনা করছি। মুহা. কামরুজ্জামান, খুলনা
জবাব : প্রশ্নোক্ত কোনো কারণই কবর স্থানান্তরের জন্য ওজর হিসেবে গণ্য হবে না। তাই ওইসব কারণে কবরটি স্থানান্তর করা বৈধ হবে না। বরং তা যথাস্থানে রেখেই যথাসম্ভব রক্ষণাবেক্ষণ করতে হবে। কখনো ভেঙে গেলে তা পুন: মাটি দ্বারা ঢেকে দিতে হবে। আর টয়লেটের অপবিত্রতা থেকে রক্ষা করতে প্রয়োজনে কবর ও টয়লেটের মাঝে উঁচু দেয়াল দেয়া যেতে পারে।
(ফাতাওয়া শামি : ২/২৩৯, ফাতহুল কাদির : ৩/৪২৯)
আআ