আবু সাঈদ যোবায়ের
আগেকার যুগের রাজা বাদশাহদের মাঝে এর বেশ প্রচলন ছিল। তারা আয়েশ করে স্বর্ণ দিয়ে দাঁত বাঁধাতেন। পরবর্তীতে অভিজাতরাই কেবল সোনা দিয়ে দাঁত মোড়াতেন।
আধুনিক পরিভাষায় একে বলা হয়, দাঁতে সোনার ক্যাপ লাগানো। একটি বিষয় সবার জানা, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ।একারণে আংটি বা অন্য কোনোভাবে স্বর্ণ ব্যবহার জায়েজ নয়।
তবে দাঁতে সোনার ক্যাপ লাগানো বৈধ। অর্থাৎ প্রয়োজনের খাতিরে আপনি স্বর্ণ দিয়ে দাঁত বাঁধাই করতে পারবেন। এটি নাজায়েজ নয়।
সূত্র: মুসনাদে বাযযার, মাজমাউয যাওয়ায়েদ হাদীস : ৮৭১৩; আলমুহীতুল বুরহানী ৮/৫১;বাদায়েউস সানায়ে ৪/৩১৬