শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মাদ্রিদে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madridআওয়ার ইসলাম: স্পেনের মাদ্রিদে আলহামরা একাডেমিয়া কুলতোরালেসের উদ্যোগে বাংলাদেশি বংশোদ্ভূত শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হলো ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ২২ অক্টোবর শনিবার সকাল ১১টায় লাভাপিয়েছে মুসলিম ফোরাম অব স্পেনের লাইব্রেরি মিলনায়তনে এসো আল্লাহর নামে গান গাই শীর্ষক এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম ফোরাম অব স্পেনের সভাপতি নুরুল আলম। উপস্থিত ছিলেন আলহামরা একাডেমিয়া কুলতোরালেসের পরিচালক মো. মারুফ বিল্লাহ, কমিউনিটির বায়তুন নুর মসজিদের ইমাম মাওলানা মো. হাছান, কমিউনিটি মক্তবের শিক্ষক মো. জামান উদ্দিন, বাঙলা টিভির স্পেন প্রতিনিধি সেলিম আলম ও কমিউনিটি ব্যক্তিত্ব আবু সায়েম মজুমদার প্রমুখ।

নুরুল আলম বলেন, প্রবাসে আমাদের বাংলাদেশিদের সন্তানেরা যেন ইউরোপিয়ান কালচারের সঙ্গে মিশে না যায় সেদিকে বাবা-মাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে।

মো. মারুফ বিল্লাহ বলেন, স্পেনে বাঙালি মুসলমান কমিউনিটিতে একমাত্র ইসলামি সাংস্কৃতিক সংগঠন হচ্ছে আলহামরা একাডেমিয়া কুলতোরালেস। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ইসলামি সংস্কৃতিতে বেড়ে উঠতে ও জ্ঞানের আলোয় নিজেদের গড়তে পারে সে জন্য তাদের আলহামরা একাডেমিয়া কুলতোরালেসের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন।

‘মোরা বড় হব একদিন, জ্ঞানের আলোয় আমরা আলো করব চারদিক’ এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের নিয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা, এল রেতো দে বতেজা চ্যালেঞ্জ প্রতিযোগিতার পাশাপাশি একক সংগীত ও দলীয় সংগীত পরিবেশিত হয়। প্রতিযোগিতার বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। শেষে সুস্বাদু খাবার দিয়ে সকলকে আপ্যায়িত করা হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ