শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই

বাড্ডার কিতাবমেলায় প্রাণবন্ত লেখক আড্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maktabatul_ajharআবদুল্লাহ আল ফারুক

গতকাল মধ্যবাড্ডার আদর্শনগরে অনুষ্ঠিত হলো কিতাবমেলায় প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের প্রথম পর্ব। মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল আতীক ও মাকতাবাতুদ দাওয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ১৩টি বইয়ের মোড়ক উন্মোচন হয়।

প্রথিতযশা ইসলামি লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি ও অনুবাদকদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে বাড্ডার কিতাবপাড়া। অনুষ্ঠানে মোড়ক উন্মোচিত বইয়ের তালিকায় ছিল- মাদরাসা সভ্য পৃথিবীর অহংকার, কারবালার শেষ বীর, মিডিয়া আরবী কীভাবে শিখব, হুদহুদের দৃষ্টি, দুজন দুজনার, কোঁচড় ভরা মান্না, খুতুবাতে যুলফিকার, এসো চিরশান্তির পথে, নবুওয়াত ও পরিবর্তনশীল পৃথিবী।

অনুষ্ঠান উপলক্ষ্যে একছাদের নিচে জমায়েত হয়েছিলেন শিল্পিত গদ্যের সৃজক যাইনুল আবেদীন, শিশুতোষ সাহিত্যের কিংবদন্তীতূল্য লেখক ইয়াহইয়া ইউসুফ নদভী, আবু তাহের মিসবাহ'র দীর্ঘদিনের সহকর্মী মাওলানা মাহবুবুর রহমান, ড. দ্বীন মুহাম্মদ সাহবের মানসসন্তান জুবাইর আশরাফ, পাঠকপ্রিয় গল্পকার আতীক উল্লাহ, সময়ের জনপ্রিয় কবি ও গবেষক মুসা আল হাফিজ, প্রতিষ্ঠিত লেখক-অনুবাদক আবদুল্লাহ আল ফারুক, টিভি-উপস্থাপক গাজী সানাউল্লাহ, সম্পাদক ও অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দীক, মাসিক কিশোর স্বপ্নের সহসম্পাদক জিয়াউল আশরাফ,  মুহাদ্দিস ও লেখক মাওলানা আবদুল আলীম, অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, নুরবিডি.কমের সম্পাদক সৈয়দ শামসুল হুদা, জনপ্রিয় প্রচ্ছদশিল্পী কাজী যুবাইর মাহমুদ।

অনুষ্ঠান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন লেখক-অনুবাদক আবদুল্লাহ আল ফারুক। প্রকাশকদের মধ্য হতে ছিলেন মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী ও আজকের আয়োজনের স্বপ্নদ্রষ্টা মাওলানা ওবায়দুল্লাহ, কিতাবমেলার অন্যতম আয়োজক মাকতাবাতুল ইসলামের দুই সত্ত্বাধিকারী আহমদ গালিব ও তাকী হাসান, মাকতাবাতুত দাওয়াহর নিভৃতচারী প্রকাশক মাওলানা সাঈদ আহমদ, মাকতাবাতুত তাকীর সত্ত্বাধিকারী আবদুল্লাহ যুলকারনাইন।

jainul-abidin2তরুণ লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ যোবায়ের, আবদুল্লাহ আল মাসুম, ইমরান রাইহান, আমিন ইকবাল, নকীব মাহমুদ, জামীল আহমদ, মাসুম আবদুল্লাহ, শেখ আবদুল কাইয়ুম, রাইহান খাইরুল্লাহ, ইবরাহীম জামিল, মনোয়ার হুসাইনসহ প্রমুখ। ছিলেন ফেসবুকের ইসলামঘনিষ্ঠ গ্রুপ ‘ইসলামিক বই’-এর এডমিন আবদুল্লাহ আল মামুন।

রাত যতো গড়াচ্ছিল লেখক, পাঠক ও প্রকাশকদের আনন্দঘণ অনুষ্ঠানটি ততোই প্রাণবন্ত হয়ে ওঠছিলো। পাঠক, শ্রোতা ও বইপোকাদের আবেগ এদিন হয়ে ওঠেছিলো বাঁধনছাড়া। কখনও প্রিয় লেখককে কাছে পেয়ে দু‘আভরা অটোগ্রাফের বায়না ধরছেন। কখনও ইসলামি সাহিত্যকে সার্বজনীন সাহিত্যে রূপ দেওয়ার অনুরোধ করছেন। কখনও সিলেবাসের বইগুলোকে সাহিত্যের মানদণ্ডে উন্নীত করার প্রস্তাব পেশ করছেন। পাঠক, লেখক ও প্রকাশকদের এমন মিলনমেলার আয়োজনের সবটুকু কৃতিত্ব মাকতাবাতুল আযহারসহ সমমনা প্রকাশনীগুলোর। বিশাল মূল্যছাড়ে বই কেনার সুযোগ পেয়ে দেশের নানা প্রান্ত থেকে কিতাবমেলায় ছুটে এসেছিলেন নানা পেশার মানুষ।

প্রাণে প্রাণে মেলবন্ধন তৈরির এই আবির ছড়িয়ে পড়ুক অন্যান্য ইসলামী প্রকাশনীগুলোর মাঝেও। আগামীর কিতাবমেলায় অংশগ্রহণ করবে ইসলামি টাওয়ারের প্রতিষ্ঠিত প্রকাশনীগুলো। মেলায় স্টল দেবে বন্দরনগরী চট্টগ্রাম, আলেমমুখর জনপদ সিলেটসহ দেশ-বিদেশের সম্ভ্রান্ত ইসলামী প্রকাশনী- এমন আশাবাদ উচ্চারিত হয়েছে সকলের মুখে মুখে।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ