আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের বৈঠক গত ১৬ অক্টোবর যুক্তরাজ্যস্থ কার্যালয় খিদমাহ একাডেমীতে অনুষ্ঠিত হয়।শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক মাওলানা শায়েখ ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহনূর মিয়া, সহ সাধারন সম্পাদক ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, মুফতী ছালেহ আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আযাদ, লন্ডন মহানগরীর সভাপতি মিছবাহুজ্জামান হেলালী, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান প্রমুখ।
বৈঠকে নেতৃবৃন্দ,ইসলাম বিরোধী শিক্ষানীতি ২০১০ ও বিতর্কিত শিক্ষা আইন২০১৬ বাতিল,পাঠ্যসূচি সংশোধন এবং কাওমী মাদরাসা স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রেখে শিক্ষা সনদের স্বীকৃতি বাস্তবায়নের দাবীতে আগামী ৩০ অক্টোবর,রবিবার,পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে উলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান ।
সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বলে জানা গেছে।
আরআর