আওয়ার ইসলাম: কানাডার ক্যালগ্যারি শহরের 'কুইন্সল্যান্ড' এলাকার ইসলামিক সেন্টারে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা পবিত্র কুরআনে আগুন লাগিয়ে এই ঐশী গ্রন্থের অবমাননা করে।
কানাডার বর্ণবাদীদের ইসলামি বিরোধী মনোভব থাকার কারণে এই হামলা করেছে। ইসলামিক সেন্টারে হামলা করে সন্ত্রাসীর মুসলমানদের বিরুদ্ধে হুমকিমূলক বার্তা লিখেছে।
এছাড়াও হামলার পূর্বে বর্ণবাদরা ক্যালগ্যারি বিশ্ববিদ্যালয়ে হুমকিমূলক বার্তা প্রকাশ করেছে।
ইউরোপ ও আমেরিকায় দায়েশের হামলার কারণে কানাডাই মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
কানাডার কুইন্সল্যান্ড ইসলামিক সেন্টারের প্রধান 'জুনাইদ মাহান' বলেন: ইবাদতের স্থানে হামলার বিষয়টি মোটেই গ্রহণযোগ্য নয়। এই জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সূত্র: ইকনা