আওয়ার ইসলাম: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধের গুজব নাকচ করে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ থাকবে বলে গুজব ছড়িয়ে পড়লে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই শুরু হয়। ফেসবুক বন্ধ করা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে এ ধরনের কোনো নির্দেশনা যায়নি।
আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী অংশ নেবে।
এফএফ