আওয়ার ইসলাম: দেশের বিভিন্ন জায়গায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত ঈদ কনসার্টগুলোতে ব্যস্ত সময় পার করছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘ঐশীস্বর’। তার'ই ধারাবাহিকতায় গতকাল ছিল নরসিংদী রায়পুরা জেলা কওমি মাদরাসার কৃতি ছাত্রদের সংবর্ধনা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের চমকপ্রদ পরিবেশনা।
বিশিষ্ট অাবৃত্তি শিল্পী ও উপস্থাপক ইবরাহীম কোব্বাদীর উপস্থাপনায়, বিপুলপরিমাণ সংগীত প্রেমিদের উপস্থিতে অনুষ্ঠানটি শুরু হয় বিকেল তিনটায়। এতে আর অংশগ্রহণ করেন ইসলামি সাংস্কৃতিক ফোরাম ‘স্বপ্নসিড়ি’ -সহ অন্যান্য সংগঠনের শিল্পীবৃন্দ।
এভাবেই অপসংস্কৃতি থেকে যুব সমাজকে ফিরিয়ে এনে সুস্থ সংস্কৃতির ছোঁয়ায় উজ্জীবিত করার কথা ব্যক্ত করেন ঐশীস্বর পরিচালক মুফতি ওমর ফারুক সাহিল।
তিনি বলেন, ঈদ উপলক্ষে দেশের বেশকিছু জায়গায় এ ক'দিন থাকবেন এসব আয়োজন নিয়েই তার সংগঠন ব্যস্ততা। ময়মনসিংহ ফুলফুর, কিশোরগঞ্জ বাজিতপুর, ময়মনসিংহ সদর -সহ কয়েকটি জেলা শহরে রয়েছে তাদের আগামী এ কয়েকদিনের টানা কর্মসূচি।
আরআর