আওয়ার ইসলাম: এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একজন মুসলিম বিচারক হিসেবে নিয়োগ পেলেন। তার নাম আবিদ কোরেশি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি তাকে মনোনয়ন দিয়েছেন।
কেন্দ্রীয় বিচার বিভাগের জজ হিসেবে তার এই মনোনয়ন সিনেটে পাস হওয়ার পর থেকে কার্যকর হবে।
আবিদ কোরেশির জন্ম পাকিস্তানে। বিশ্বখ্যাত আইনি প্রতিষ্ঠান লাথাম ও ওয়াটকিন্স এলএলপির একজন অংশীদার এবং প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক জনস্বার্থবিষয়ক বিভাগের প্রধান তিনি। বিচারক পদে আবিদ কোরেশির মনোনয়ন ঘোষণা করার পর বারাক ওবামা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালত বেঞ্চে কোরেশিকে মনোনয়ন দিতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস তিনি, ন্যায় বিচারের প্রতি অঙ্গীকার রেখে মার্কিন জনগণকে সেবা দেবেন’।
যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনগুলো আবিদ কোরেশির এ মনোনয়নকে স্বাগত জানিয়েছে। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার আবিদ কোরেশি দীর্ঘ দিন ধরে সুনামের সাথে আইন পেশায় জড়িত। ২০১২ সালে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ‘চ্যাম্পিয়ন্স অব জাস্টিস’ সম্মাননা লাভ করেন। এ ছাড়া ওয়াশিংটন ডিসির ‘সুপার ল ইয়ার’ হিসেবেও মনোনীত হয়েছেন এই আইনজীবী।
সূত্র: জিওটিভি