শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

লিবিয়ার উপকূলে সাড়ে ছয় হাজার অভিবাসী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ইতালির উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই অভিবাসীরা মূলত এসেছে ইরিত্রিয়া ও সোমলিয়া থেকে। ৪০টি পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড।

লিবিয়ার উপকূলীয় শহর সাবরাথা থেকে ২০ কিলোমিটার দূরে সমুদ্রে এসব অভিযান চালানো হয়। ছোট ছোট নৌকায় করে অভিবাসীরা এসেছিলেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইউরোপে যাওয়ার জন্য যুদ্ধবিধ্বস্ত লিবিয়া মানবপাচারকারীদের জন্য অন্যতম পথে পরিণত হয়েছে।

বিবিসির একটি ভিডিও চিত্রে দেখা যায়, একটি ছোট নৌকায় গাদাগাদি করে অবস্থান করছেন অভিবাসীরা। নৌকা থেকে কোলের শিশুদের উদ্ধার করছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় অভিবাসীরা পানিতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকারী নৌকায় উঠার চেষ্টা করছেন।

ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রো-অ্যাকটিভ ওপেন আর্মস এবং মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স এ উদ্ধার অভিযানে অংশ নেয়।
গত রোববার একই এলাকা থেকে আরো এক হাজার একশর বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল।

গত বছর ১০ লাখের বেশি মানুষ অভিবাসী হয়ে ইউরোপে আসে।  যাদের অধিকাংশই গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার অধিবাসী। এদের সামাল দিতে গিয়ে ইউরোপের বিভিন্ন দেশকে হিমসিম খেতে হয়।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ