শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’

গরুর পেশাব মিশ্রিত পণ্য বর্জনের ডাক দেওবন্দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

business_card_large_patanjali_front(1) copy

ফারুক ফেরদৌস : দারুল উলুম দেওবন্দের মুফতিরা ইয়োগা গুরু বাবা রাম দেও এর গাইয়ের পেশাব মিশ্রিত পাতাঞ্জলির প্রোডাক্ট ব্যাবহারকে নাজায়েজ সাব্যস্ত করেছেন। মুফতিরা এও বলেছেন, যে সব অংশে গাইয়ের পেশাব মিশ্রিত থাকে না তার ব্যাবহারে কোনো সমস্যা নেই।

সম্প্রতি এক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগের প্রশ্ন নং-৬৮৫১৯ এ জানায়, আজকাল সব জায়গায় পাতাঞ্জলির পণ্য বিক্রি হচ্ছে এবং কিছু বলছেন মুসলমানদের জন্য এর ব্যবহার বৈধ বলছেন আবার কিছু আলেম অবৈধ বলছেন। এই প্রশ্নের জবাবেই দারুল উলুমের মুফতিরা এই ফতোয়া দেন।

Patanjali

দারুল উলুম দেওবন্দের মুফতিরা বলেছেন, যদি পাতাঞ্জলির পণ্য গাইয়ের পেশাব মিশ্রিত হয় তাহলে তার ব্যবহার জায়েজ নেই। পেশাব মিশ্রিত না হলে ব্যবহার করা যেতে পারে। সাথে সাথে মুফতিরা পরামর্শ দিয়েছেন, যদি নিশ্চিতভাবে কিছু জানা না যায় তাহলে সতর্কতা অবলম্বন করাই উত্তম।

দারুল উলুমের এই ফতোয়া ব্যাপারে মুফতি আরশাদ ফারুকী বলেন, গাইয়ের পেশাব মিশ্রিত কোনো প্রোডাক্ট মুসলমানদের ব্যবহার করা সম্পূর্ণ হারাম। তিনি আরও বলেন যে কোম্পানি নিজেদের পণ্যে গাইয়ের পেশাব মেশায়, সে কোম্পানির ব্যাপারে কীভাবে আস্থা করা যায় যে তারা কোনো একটি পণ্যে গাইয়ের পেশাব মেলায়নি। সুতরাং সমাধান হলো ওই কোম্পানির পণ্য পুরোপুরি বর্জন করতে হবে।

দারুল উলুম দেওবন্দের প্রেস সচিব আশরাফ উসমানী বলেছেন, পেশাব নাপাক, তা কোনো প্রাণীর হোক বা মানুষেরই হোক। এজন্য পেশাব মিশ্রিত পণ্য ব্যবহার সম্পূর্ণ অবৈধ।

সূত্র : বাসিরাত অনলইন

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ