শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

ঝিনাইদহে গৃহবধূকে হত্যার অভিযোগে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jhenidah Houseখালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের বকুলতলায় তানজিলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী জুয়েল হোসেনকে আটকের দাবিতে মৃতদেহ নিয়ে শহরে বিক্ষোভ করেছেন ওই গৃহবধূর স্বজনেরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গ থেকে মরদেহ নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ঘুরে পাগলা কানাই মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মৃত তানজিলার বাবা ও স্বজনেরা বক্তব্য রাখেন। তারা অবিলম্বে স্বামী জুয়েল ও তার পরিবারের জড়িতদের আটকের দাবি জানান।

স্থানীয় সূত্র জানায়, শহরের বকুলতলা এলাকার বাকি বিল্লাহর ছেলে জুয়েল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে গত ২৯ এপ্রিল বিয়ে হয় সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের কোড়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গনির মেয়ে তানজিলার।
নিহত গৃহবধুর বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল গনি অভিযোগ করেন, বিয়ের পর তানজিলা খাতুন ঢাকায় পপুলার হাসপাতালে সেবিকার চাকরি শুরু করেন। তানজিলার পরিবারের অভিযোগ স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী জুয়েল হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়েন।
তানজিলা বাড়িতে এসে বিষয়টি জানতে পারলে স্বামীকে বিভিন্ন সময় নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার (২২ আগষ্ট) বিকেলে জুয়েল ও তার পরিবারের লোকজন তানজিলাকে শ্বাসরোধে হত্যা করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সূত্রধর জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।

ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ