শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

আরও সময় পেলো সিটিসেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

28340_citycellআওয়ার ইসলাম : বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নোটিশের জবাব দেয়ার দিন ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার সুযোগ পেল দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল (প্যাসিফিক টেলিকম বাংলাদেশ)।

সোমবার হাইকোর্টের এক আদেশে আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত সময় পেয়েছে সিটিসেল। প্রতিষ্ঠানটির এক আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যেহেতু আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলকে কারণ দর্শানোর জবাব দাখিলের সময় বেধে দেয়া হয়েছে, সেহেতু এই সময়ের আগে এই প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটানো যাবে না। আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন জেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই-রাকিব। পরে রেজা-ই-রাকিব সাংবাদিকদের বলেন, সিটিসেলের তরঙ্গ বাতিল, কার্যক্রম বন্ধের পদক্ষেপ, সিটিসেলকে দেয়া বিটিআরসির নোটিশসহ বেশকিছু বিষয়ে রোববার এ আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশের পাশাপাশি বিটিআরসির নোটিসের জবাব দেওয়ার দিন পর্যন্ত কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে বলেছে।

পৌনে পাঁচশ কোটি টাকা বকেয়া থাকায় সিটিসেলের তরঙ্গ কেন বাতিল  করা হবে না- তা জানতে চেয়ে গত ১৭ই আগস্ট সিটিসেলকে নোটিস দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। জবাব দাখিলের জন্য এক মাস সময় দেওয়া হয়। গত ১৬ই আগস্ট সিটিসেলের লাইসেন্স বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ২৩শে আগষ্ট সিটিসেলের কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।

ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ