শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

ভিসাপ্রাপ্ত ৮৪ হাজার হজযাত্রীর তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj-soudiআওয়ার ইসলাম: আসন্ন পবিত্র হজ পালনে সৌদি আরবের ভিসাপ্রাপ্ত ও ভিসার জন্য অপেক্ষমান প্রায় ৮৪ হাজার যাত্রীর নামের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার জেদ্দা বিমানবন্দরে কর্তব্যরত ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক জরুরী চিঠিতে সকল এজেন্সীসমূহকে ভিসাপ্রাপ্ত হজ যাত্রীদের যথাসময়ে সৌদি আরব প্রেরণের জন্য এক নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ভিসা পাওয়ার পরও বিমানের টিকেট সংগ্রহে বিলম্বের কারণে হজযাত্রী প্রেরণে জটিলতা দেখা দিলে এর দায়দায়িত্ব এজেন্সীগুলোকেই বহন করতে হবে।

গত ১৯ আগষ্ট তথ্য অধিদফতরে প্রেরিত এক জরুরী ই-মেইলে তিনি এ তথ্য জানান। ভিসাপ্রাপ্ত হজযাত্রীদের তালিকা ধর্ম মন্ত্রণালয়ের  www.hajj.gov.bd  এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

জানা গেছে প্রকাশিত তালিকার শতকরা ৯৯ ভাগ যাত্রীরই ভিসা হয়ে গেছে। কিছু কিছু হজযাত্রীর ভিসা সংক্রান্ত কাগজপত্র পরীক্ষার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

তবে ধর্ম মন্ত্রণালয়ের (হজ অফিস, ঢাকা) পরিচালক ড.আবু  সালেহ মোস্তফা কামাল বলছেন, এখন পর্যন্ত ৭৯ হাজার হজযাত্রীর ভিসার আবেদন করা হয়েছে। তন্মধ্যে ১৯ আগষ্ট পর্যন্ত ৭০হাজার ভিসা হয়ে গেছে। ইতোমধ্যেই শতকরা ৪৫ ভাগ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় মোট ১লাখ ১হাজার ৭৫৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জনা গেছে ইতোমধ্যেই (১৯ আগষ্ট পর্যন্ত) বাংলাদেশ থেকে মোট ৪৪ হাজার ২১১ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৭০৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪১ হাজার ৫০৬ জন রয়েছেন।

সূত্র আরো জানায়, সর্বমোট ১৩৩টি ফ্লাইটে (সৌদি এয়ারলাইন্স ৭৯ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪) হজযাত্রী পরিবহন করা হয়।

আগামী ১০ সেপ্টেম্বর (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-জাগোনিউজ থেকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ