শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুরু হয় যে মাওলানার কুরআন তেলাওয়াতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

b

সৈয়দ আনোয়ার আবদুল্লাহ; অতিথি লেখক, ওয়ার ইসলাম

বঙ্গবন্ধুর হাত ধরে এই মাওলানা জড়িয়ে পড়েছিলেন আমাদের স্বাধীকার আন্দোলনে। বঙ্গবন্ধুর ৬দফা বাস্তবায়ন আন্দোলনের এক লড়াকু বীর। ৭মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার অমর বক্তৃতার আগ মুহূর্তে তিনি কুরআনে ককরিম তেলাওয়াত করেন। তার পর ঐতিহাসিক সমাবেশ ও ভাষণ শুরু করেছিলেন বঙ্গবন্ধু।একাক্তরের মুক্তিযোদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন। ২৫মার্চ কালো রাতে একাই ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে। সাড়া দেশ থেকে নেতা কর্মীরা করণীয় জানতে পার্টি অফিসে কল দিচ্ছিল। আর এই মাওলানা মরণপন লড়াইয়ের নির্দেশ দিয়ে যাচ্ছিলেন। তারপর কলকাতাতে টেনিং নিতে চলে যান। সেখানে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে শব্দ সৈনিক হিসাবে মুক্তিযোদ্ধেরর পক্ষে কাজ করেন।

৭১এর মুক্তি সংগ্রামের অনেক ঘটনার সাক্ষি এই জিবন্ত কিংবদন্তি মাওলানা শেখ উবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী। ৬দফা আন্দোলন নিয়ে সারাদেশে তখন টালমটাল। এমনি সময় সিলেটে এলেন বঙ্গবন্ধু। জালালাবাদীর সাথে পরিচয় হলো। বঙ্গবন্ধু বললেন, মাওলানা স্বাধীকার আন্দোলনের পক্ষে আলেমদের জনমত গড়ে তুলুন। তিনি প্রতিশ্রুতি দেন। তারপরের ইতিহাস। বঙ্গবন্ধুর নির্দেশে, সহচার্যে মাওলানা আব্দুল্লাহ জালালাবাদী হয়ে উঠেন মুক্তিযুদ্ধেরর এক অসামান্য অবদান সৃষ্টিকারী বীর।

jalalabadi৬দফা আন্দোলনের সময় মাওলানা ঢাকাতে পা রাখেন। বঙ্গবন্ধুর সাথে দেখা করতে ধানমন্ডির ৩২নম্বার বাড়িতে যান। বঙ্গবন্ধু জিজ্ঞেস করেন মাওলানা, ৬দফায় ইসলাম বিরোধী কোন কিছু আছে কি না? প্রতিউত্তরে তিনি বলেন, আপনি ৬দফা কর্মসূচির মাধ্যমে পূর্ব পাকিস্তানেরর বাঙ্গালিদের ন্যায্য অধিকার আদায়ের দাবি জানিয়েছেন, এটা ইসলামের পরিপন্থি নয়, বরং সহায়ক। এরপর বঙ্গবন্ধুর আহবানে ইসলামের দৃষ্টিতে ৬দফা কর্মসীচি যে ন্যায্য, সঙ্গত তা জনমনে প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘বন্ধুবর মাওলানা অলিউর রহমান খোরাসানী'কে নিয়ে ‘আওয়ামী ওলামা পাটি’ নামে ঐতিহাসিক সগঠনটি প্রতিষ্টা করেন। যে সংগঠনের ব্যাপক তৎপরতায় এদেশের বহু দ্বীনদ্বার মানুষ ও আলেম উলামা ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ঝাপিয়ে পড়ে।

[caption id="attachment_8826" align="alignleft" width="382"]jj itv24 এ মুহাম্মদ শহিদুল্লাহর উপস্থাপনায় মুক্তিযুদ্ধে আলেম সমাজ অনুষ্ঠানে ইন্টারভিউ দিচ্ছেন মাওলানা জালালাবাদী[/caption]

আমাদের মুক্তিসংগ্রামে সবার অবদান সমান ছিল না এ কথা ধ্রুব সত্য। এ ক্ষেত্রে আলেম সমাজের অবদান কিংবা অংশগ্রহণ আশানুরূপ ছিল না এটা স্বীকার করে নিতেও কারো কুন্ঠিত হওয়ার কথা নয়। কিন্তু এই সীমিত অবদানকে তুচ্ছ করা এবং তাদের সংশ্লিষ্টতাকে সম্পূর্ণ অস্বীকার করে বসা বড় ধরনের অবিচার। এটা জলজ্যান্ত কোনো সত্যকে গলা টিপে হত্যা করারই নামান্তর। একথা কে না জানে, আলেম মুক্তিযোদ্ধাদের সংখ্যা বিশাল না হলেও নগণ্য নয়। এদেশের আনাচে-কানাচে এখনো অনেক আলেম খুঁজে পাওয়া যায় যারা নিজেদের জীবনবাজি রেখে সরাসরি সম্মুখসমরে অংশগ্রহণ করেছেন। দেশমাতৃকার টানে মুক্তিসেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন হানাদার বাহিনীর বিরুদ্ধে।

‘রাত তখন পৌনে একটা। শুরু হলো প্রচণ্ড গোলাগুলি। আকাশ রক্ত বর্ণ হয়ে উঠছে আগুনের লেলিহার শিখায়। ঘন ঘন ফাটছে কামানের শেল। পাকিস্তানি ফৌজ অতর্কিত হানা দিয়েছে আমাদের ক্যাম্পে। মাথার ওপর দিয়ে সাঁই সাঁই ছুটছে গুলি। আমরা টিলার গর্তে ঢুকে, গাছের আড়ালে থেকে গড়ে তুললাম তুমুল প্রতিরোধ। ঘন্টা দেড়েকের শ্বাসরুদ্ধকর অভিযানে আমরা সফল হলাম। ইতোমধ্যে তাদের কয়েকজন খতমও হয়ে গেলো।’

জালালাবাদী স্মৃতিকথায় উঠে এসেছে উদ্ধৃতাংশটি। তিনি সম্মুখসমরে যুদ্ধ চালিয়ে গেছেন নয় মাস। তার সহযোগী হিসেবে ছিলেন একাধিক আলেম।

তথ্যসূত্র: আলেম মুক্তিযোদ্ধার খোঁজে, শাকের হোসেন শিবলি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বেলাল মুহাম্মদ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ