আবু সাঈদ জোবায়ের; আওয়ার ইসলাম
বাসার ফ্লোর বা মেঝেতে অনেক সময় নাপাকি পড়ে। ছোট বাচ্চা থাকলে তো এটি নিত্যাকার ঘটনা। তখন অনেকে বাসায় খালি পায়ে হাঁটা বা নামাজ পড়া নিয়ে শংকায় ভোগেন। ফ্ল্যাটবান্ধব শহুরে জীবনে এধরনের সমস্যা প্রায়শই হয়। জানতে হবে ইসলাম কি বলে? এখানে মূল বিষয় মেঝে বা ফ্লোর পবিত্র হওয়া। অর্থ্যাৎ, মেঝেতে কোন নাপাকি পড়ে মেঝে নাপাক হয়ে গেলে কিভাবে তা পবিত্র করতে হবে?
ইসলামি শরীয়াহ মতে মেঝেতে কোন নাপাকি পড়লে তা সরিয়ে মেঝে মুছে ফেলতে হবে। তারপর তা শুকিয়ে গেলে ও নাপাকির প্রভাব নিঃশ্চিহ্ন হয়ে গেলে সেই মেঝে নাপাকি থেকে পাক হয়ে যাবে। তারপর খালি পায়ে বা ভেজা পায়ে ঐ জায়গায় চলাচলে কোন অসুবিধা নেই।
মুসান্নাফ ইবনে আবি শায়বা ১/৪৩১; ইলাউস সুনান ১/৩৯৬; নাসবুর রায়া ১/২৭৭; ফাতাওয়া খানিয়া ১/২৫; খুলাসাতুল ফাতাওয়া ১/৪২
এআর