শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

অন্য দেশের মাধ্যমে ইরানিরা হজে আসছে: রিয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Iran to haj other country copy

এম রবিউল্লাহ: চলতি বছর ইরান হজের জন্য তাদের নাগরিকদের সৌদি না পাঠানোর ঘোষণা দেয়। ইরানের নাগরিকরা অন্য দেশের মাধ্যমে হজ করতে সৌদি আরব আসছে বলে জানিয়েছে রিয়াদ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে ইরানের নাগরিকরা নিয়ম কানুন মেনেই হজের জন্য আবেদন করেছে। তাদের ভিসাও দেওয়া হচ্ছে।

‘সৌদি আরব জাতিগতভাবে হজ যাত্রীদের কখানো বৈষম্য করে না। ইরান তার দেশের নাগরিকদের হজ যাত্রীদের বঞ্চিত করছে।’  উল্লেখ করে সৌদি আরব অভিযোগ করেছে,  হজ নিয়ে ইরান রাজনীতি করছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৪২ জন হজ যাত্রী বুধবার রাতে সৌদি আরব এসে পৌঁছেছেন। এর মধ্যে জেদ্দা বিমানবন্দরের মাধ্যমে ৪ হাজার ৪৫৬ জন ও মদিনা বিমানবন্দরের মাধ্যমে ৮৮ হাজার ৮৩৩ জন এসেছে।

উল্লেখ্য যে, এই বছর ১ হাজার ৪৩৮ হজ ফ্লাইট করে হাজীরা আসবেন সৌদিতে। যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি বলে ধারণা করা হচ্ছে। বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা দিনদিনই বাড়ছে। ৩৭টি আন্তর্জাতিক বিমান চলাচল করছে হজ যাত্রীদের আনা নেওয়ার কাজে।

জিলকদ মাসের ১৫ তারিখে সর্বোচ্চ ৯৯টি ফ্লাইট অবতরণ করবে সৌদির বিভিন্ন বিমানবন্দরে। ৪ জিলহজ হাজীদের আনার শেষ ফ্লাইট। এদিন ৪৩টি ফ্লাইটে করে হাজীরা আসবে বলে জানিয়েছে কর্তুপক্ষ।

সূত্র : আরব নিউজ

এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ