এম রবিউল্লাহ: চলতি বছর ইরান হজের জন্য তাদের নাগরিকদের সৌদি না পাঠানোর ঘোষণা দেয়। ইরানের নাগরিকরা অন্য দেশের মাধ্যমে হজ করতে সৌদি আরব আসছে বলে জানিয়েছে রিয়াদ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে ইরানের নাগরিকরা নিয়ম কানুন মেনেই হজের জন্য আবেদন করেছে। তাদের ভিসাও দেওয়া হচ্ছে।
‘সৌদি আরব জাতিগতভাবে হজ যাত্রীদের কখানো বৈষম্য করে না। ইরান তার দেশের নাগরিকদের হজ যাত্রীদের বঞ্চিত করছে।’ উল্লেখ করে সৌদি আরব অভিযোগ করেছে, হজ নিয়ে ইরান রাজনীতি করছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৪২ জন হজ যাত্রী বুধবার রাতে সৌদি আরব এসে পৌঁছেছেন। এর মধ্যে জেদ্দা বিমানবন্দরের মাধ্যমে ৪ হাজার ৪৫৬ জন ও মদিনা বিমানবন্দরের মাধ্যমে ৮৮ হাজার ৮৩৩ জন এসেছে।
উল্লেখ্য যে, এই বছর ১ হাজার ৪৩৮ হজ ফ্লাইট করে হাজীরা আসবেন সৌদিতে। যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি বলে ধারণা করা হচ্ছে। বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা দিনদিনই বাড়ছে। ৩৭টি আন্তর্জাতিক বিমান চলাচল করছে হজ যাত্রীদের আনা নেওয়ার কাজে।
জিলকদ মাসের ১৫ তারিখে সর্বোচ্চ ৯৯টি ফ্লাইট অবতরণ করবে সৌদির বিভিন্ন বিমানবন্দরে। ৪ জিলহজ হাজীদের আনার শেষ ফ্লাইট। এদিন ৪৩টি ফ্লাইটে করে হাজীরা আসবে বলে জানিয়েছে কর্তুপক্ষ।
সূত্র : আরব নিউজ
এফএফ