এম রবিউল্লাহ; আওয়ার ইসলাম
গত বছর হজের সময় সৌদি আরবের গ্রান্ড মসজিদে ক্রেন দুর্ঘটনার জন্য সৌদির এক বিলেনিয়ারি ও বিদেশিসহ ১৩ জনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বুধবার প্রথমবারের মতো ওই দুর্ঘনার শুনানি হয় আদালতে। সৌদি আরবের ব্যুরো অব ইনভেস্টিগেশন ও পাবলিক প্রসিকিউশন (বিআইপিপি) দুর্ঘনার ২৯০ দিন পর তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ করার পরে শুনানি হয়।
শুনানিতে ৬ জন সৌদি নাগরিক ছাড়াও পাকিস্তান, জর্ডান, ফিলিপাইন, কানাডা, ফিলিস্তিন, মিসর ও আমিরাতের একজন করে নাগরিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
বিআইপিপি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ওই ক্রেন দুর্ঘটনায় ১১০ জন নিহত হয়, ২১০ জন আহত হয় ও ৮ জন পঙ্গুত্ব বরণ করেছে।
ক্রেন দুর্ঘটনায় নির্মাণাধীন প্রতিষ্ঠানের গাফিলতি ছিল তদন্তে বলা হয়। বিভিন্ন প্রযুক্তিগত তথ্য ছাড়াও কিভাবে ক্রেনটি পরে তা উপস্থাপন করা হয়। ৮৭ ডিগ্রি কোণে ক্রেনটি হেলে মাটিতে পড়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে। ক্রেনটি মাটিকে হেলে পরার আগের ২৪ ঘন্টার বাতাসের গতির তদন্ত করা হয়। হেলে পরার আগের মুহুর্তে বাতাসের গতি ৮৯ কিলোমিটার ছিল। ক্রেনটির দৈর্ঘ্য ছিল ২০০ মিটার ওজন ছিল ১৩৫০ টন।
বিচারিক সূত্রে জানা যায়, গাফিলতি, হত্যা, আহত ও প্রতিবন্ধী করার জন্য অভিযুক্ত হতে পারে ১৩ জন। রায়ের আগে এর বেশি কিছু বলেনি বিচারিক।
সূত্র: আরব নিউজ