আব্দুল্লাহ বিন রফিক; আওয়ার ইসলাম
হেয়ারফোর্ড শহরের উপকণ্ঠে গেলস্টনের একটা জঙ্গলে ব্রিটেনের স্থানীয় এক ফটোগ্রাফারের ক্যামেরা আশ্চর্য এক দৃশ্য ক্যামেরা বন্দী করেছে। আমেরিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনগণের সামনে দেওয়া ভাষণের সময় উদ্বিগ্ন হওয়ার দৃশ্যের সাথে সেই দৃশ্যের হুবহু মিল দেখা যাচ্ছে।
৩৬ বছর বয়সী জন রুলি ব্রিটেনের সংবাদ সংস্থা ডেইলি মেইলের সাথে কথা প্রসংঙ্গে বলেন, আমি এই এলাকায় গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ মস্ত একটা আশ্চর্য বৃক্ষ নজরে এলো যা আমেরিকান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল ট্রাম্পের সাক্ষাত প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। বিশেষত ট্রাম্পের চুলের নিজস্ব সিঁথি স্টাইল ও তার ভাষণের সময় খোলা মুখের প্রতিচ্ছবিটা স্পষ্টরূপে বৃক্ষে দেদীপ্যমান দেখাচ্ছিলো।
রুলি আরও বলেন, আমি এই পরম আশ্চর্য বৃক্ষের একাধিক দিক থেকে ছবি তুলি। যার ফলে আমার দৃষ্টি এদিকে নিবদ্ধ হয় এবং মনে হয় ট্রাম্পের সাথে এটার বেশ মিল আছে।
ছবিটি ইতোমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে সারা ফেলেছে।
উর্দুটাইমস থেকে অনুবাদ