আওয়ার ইসলাম
প্রশ্ন: বিয়ের দুই ঘন্টা পর সহবাসের আগেই তর্ক বিতর্কের এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে মোবাইলে এক তালাক, দুই তালাক, তিন তালাক দিলে তালাক হবে কিনা। পুনরায়ঘর সংসার করতে চাইলে কী করতে হবে?
জান্নাতি বেগম, শেখের টেক, ঢাকা।
উত্তর: সহবাস বা নির্জনবাসের পূর্বে স্ত্রীকে ভিন্ন ভিন্ন শব্দে তিন তালাক দিলে প্রথম তালাক দ্বারাই বিচ্ছেদ ঘটে যায়। দ্বিতীয় ও তৃতীয় তালাক পতিত হবে না। সেমতে প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ স্ত্রীর উপর শুধু এক তালাক পতিত হয়েছে। এমতাবস্থায় উক্ত স্ত্রী তার জন্য ধার্যকৃত মোহরের অর্ধেক প্রাপ্ত হবে।
এখন তারা পুনরায় ঘর-সংসার করতে চাইলে করণীয় হলো, নতুনভাবে মোহর ধার্য করে শরীয়ত সম্মত পন্থায় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।
উল্লেখ্য, এখন ঐ স্বামী আর দুই তালাকের মালিক থাকবেন। ভবিষ্যতে এক সাথে বা ভিন্ন ভিন্নভাবে দুই তালাক দিলে তারা সম্পূর্ণরূপে একে অপরের জন্য হারাম হয়ে যাবে।
كما فى الجوهرة النيرة : (4/ 147)
সূত্র: জামিয়া রাহমানিয়া ফতোয়া বিভাগ