শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার

২০০ বিদ্যালয় বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sunamganjসুনামগঞ্জ: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের কয়েকশ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অনেকে ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কেউ কেউ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ভবনে আশ্রয় নিয়েছে।

বন্যার পানিসহ বিভিন্ন সমস্যার কারণে জেলার প্রায় দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

জানাগেছে, পানির নিচে তলিয়ে থাকায় জেলার সঙ্গে তাহিরপুর, ছাতকসহ কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে আছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন হয়েছে জেলার শিক্ষা ব্যবস্থা।

বন্যার পানি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এলাকার অনেকে আশ্রয় নিয়েছে। পানির নিচে তলিয়ে থাকায় ২০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১২০টি প্রাথমিক বিদ্যালয় ও ৮০টিরও বেশি মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসা ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সঠিক হিসাব নিশ্চিত হওয়া যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান বলেন, যেসব স্কুলে পানি উঠে গেছে সেসব স্কুলে শিক্ষার্থীরা না গেলেও যেহেতু সরকারি ছুটি ঘোষণা করা হয়নি তাই শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই যেতে হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ